Advertisement
Advertisement

চিনকে নয় গোল দিয়ে সেমিফাইনালে উঠল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মম বললেও বোধহয় কম হয়৷ চিনের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতকে দেখে তেমনই মনে হল৷ শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ভারতের পক্ষে স্কোর ৯-০৷ সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল তারা৷আরও পড়ুন:DSP-র হাতে অ্যারেস্ট! লাবুশেনদের আউট করতেই সিরাজের হয়ে হুঁশিয়ারি নেটিজেনদেরবুমরাহর নয়া রেকর্ড থেকে দর্শক সংখ্যার মাইলস্টোন, পারথে প্রথম দিনেই নজিরের […]

India vs China hockey Asian Champions Trophy 2016: India thump China 9-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 12:11 pm
  • Updated:January 7, 2020 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মম বললেও বোধহয় কম হয়৷ চিনের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতকে দেখে তেমনই মনে হল৷ শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ভারতের পক্ষে স্কোর ৯-০৷ সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল তারা৷

গত ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ স্কোরে জিতেছিল ভারত৷ সাধারণত এমন একটা কঠিন ম্যাচ জয়ের ঠিক পরের ম্যাচেই একটু ঢিলেমি আসে৷ কিন্তু, রোলান্ড ওটমান্সের এই দলে ঢিলেমির ব্যাপার নেইও৷ এতটাই মানসিকতায় বদল যে, পাকিস্তানের মতো হাই টেনশনের ম্যাচেও আলাদা চাপ বোধ হয় না৷ চিনের বিরুদ্ধে ম্যাচটাও তাই এমনই একটা ম্যাচ ছিল৷ খেলা শুরুর ন’মিনিটের মধ্যে গোল আকাশদীপের৷ ওই তখনই ভারত বুঝে যায় প্রতিপক্ষর শক্তি৷ বাকিটা তারা প্র্যাকটিস ম্যাচের ঢঙেই খেলল৷ আকাশদীপ এবং যশজিত কুলার দু’টো করে গোল করেন৷ বাকি গোলগুলো আফান ইউসুফ, রুপিন্দর পাল সিং, নিকিন থিমাইয়া, ললিত উপাধ্যায় ও দেবিন্দর বাল্মিকীর৷ গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে৷

Advertisement

ভারতের এই দলটার বিশেষত্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা করে যায়৷ এতটুকু সময় ঢিলেমি নেই৷ বিলকুল অস্ট্রেলিয়ান মডেলের অনুকরণ করে খেলা৷ তবে চার কোয়ার্টারে এখন খেলাটাকে ভাগ করায় এর সঙ্গে মানাতে পারছেন ভারতীয় তারকারা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement