সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল খরচের জন্য ২০৩০-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। সুযোগ বুঝে এবার আসরে নেমে পড়ল ভারত। তিরিশের কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদের করতে চেয়ে সরকারিভাবে বিড জমা দিল ক্রীড়ামন্ত্রক। এমনটাই সূত্রের দাবি।
আসলে জনপ্রিয়তা তলানিতে নেমে যাওয়ায় ইদানিং কমনওয়েলথ গেমসের ভেন্যু খুঁজতে কালঘাম ছুটছে আয়োজকদের। বিপুল খরচের জন্য ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। পরে সেই গেমস আয়োজনে রাজি হলেও প্রতিযোগিতায় কাটছাঁট করেছে গ্লাসকো। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ওই প্রতিযোগিতায় হবেই না। ২০৩০ কমনওয়েলথ গেমসেও একই পরিস্থিতি। ২০৩০ সালের আগস্ট মাসে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল কানাডার অ্যালবার্টায়। কিন্তু খরচের ভয়ে আলবার্টাও সরে দাঁড়ায়। ফলে ২০৩০ কমনওয়েলথ গেমস আদৌ হবে কী না সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
অবশেষে একপ্রকার ত্রাতা হয়ে উঠে এল নয়াদিল্লি। ক্রীড়ামন্ত্রক সূত্রের দাবি, তিরিশের কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়ে দরপত্র জমা দিয়েছে ভারত। ওই মেগা টুর্নামেন্ট হবে আহমেদাবাদে। আসলে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। দেশের মাটিতেই যাতে অলিম্পিকের আসর বসে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ শুরুও করে দিয়েছে গুজরাট সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই কাজে তদারকি করছেন। মনে করা হচ্ছে, ২০২৮-এর মধ্যে অলিম্পিকের আয়োজনের মতো করে তৈরি হয়ে যাবে আহমেদাবাদের স্টেডিয়াম। আসলে কমনওয়েলথ গেমসকে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি এবং গোটা বিশ্বের সামনে পরিকাঠামো তুলে ধরার মঞ্চ হিসাবে দেখছে ক্রীড়ামন্ত্রক।
এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই গেমস সফলভাবে আয়োজন করা গেলেও পরে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। এবার ফের সেই কমনওয়েলথ গেমসেরই আয়োজন করতে চায় ক্রীড়ামন্ত্রক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.