Advertisement
Advertisement
Kidambi Srikanth

কিদাম্বি শ্রীকান্ত-সহ ৭ শাটলার করোনা আক্রান্ত, প্রশ্নের মুখে ইন্ডিয়ান ওপেন, ভাইরাসের থাবা বক্সিং রিংয়েও

বক্সারদের জাতীয় শিবির বাতিল হওয়ার পথে।

India Open 2022: Kidambi Srikanth among 7 Indians to test positive for Covid-19 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 13, 2022 1:55 pm
  • Updated:January 13, 2022 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ক্রীড়াজগতে থাবা আরও চওড়া করছে নোভেল করোনা ভাইরাস। আইএসএলের পর এবার ইন্ডিয়ান ওপেনের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন। একদিনে মারণ ভাইরাসের কবলে পড়লেন ৭ ভারতীয় শাটলার। এঁরা হলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), অশ্বিনী পাপ্পা, ঋতিকা থাকের, তৃষা জলি, মিঠুন মঞ্জুনাথ, সিমরন আমন সিং এবং খুশি গুপ্তা।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (BAI) জানিয়েছে, শেষ মুহূর্তে এই শাটলারদের বদলে নতুন করে কাউকে টুর্নামেন্টে আনা সম্ভব নয়। তবে টুর্নামেন্ট বাতিল হচ্ছে না। এঁদের ছাড়াই খেলা চলবে। এঁদের মধ্যে যাঁরা যাঁরা টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন তাঁদের প্রতিপক্ষ ওয়াকওভার পেয়ে যাবে। যাঁদের করোনা হয়েছে, তাঁদের ডাবলসের সঙ্গীদেরও নাম তুলে নিতে হবে টুর্নামেন্ট থেকে।

Advertisement

[আরও পড়ুন: বছরের প্রথম এল ক্লাসিকো জয় মাদ্রিদের, মেসির মতো সেলিব্রেশন করে চমক রিয়াল তারকার]

শুধু ব্যাডমিন্টনে নয়, বক্সারদের শিবিরেও হানা দিয়েছে করোনা (Coronavirus)। জাতীয় ক্যাম্পে থাকা ১২জন বক্সার করোনায় আক্রান্ত হয়েছেন। কোচিং স্টাফরাও বিপদের সম্মুখীন। তবে এঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। জাতীয় ক্যাম্প চলছে এখন পাতিয়ালায়। সেই ক্যাম্পে কোভিডের তৃতীয় তরঙ্গের ঢেউ আছড়ে পড়েছে। আক্রান্ত বক্সারদের মধ্যে রয়েছেন বর্তমান যুব বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন শচীন, ২০১৭ সালে জাতীয় যুব বক্সিং চ্যাম্পিয়ন মহম্মদ ইতাশ খান-সহ বারোজন। পুরুষ বক্সিং দলের কোচ নরেন্দ্র রানা, কো অর্ডিনেটর প্রশিক্ষক সিএ কুত্তাপ্পা। পুরুষ দলের প্রাক্তন কোচ কুত্তাপ্পা ফের আক্রান্ত হয়েছেন। গত বছর এপ্রিলে দ্বিতীয় ডেল্টা তরঙ্গের সময় এনআইএসে কোভিডে আক্রান্ত হয়ে মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিলেন কুত্তাপ্পা।

[আরও পড়ুন: মারিও-র সহকারি থাকবেন না, এসসি ইস্টবেঙ্গলকে বললেন রেনেডি সিং]

১৪ মার্চ পর্যন্ত এই ক্যাম্প চলার কথা। বার্মিংহাম সিডব্লিউজি ও হ্যাংজু এশিয়ান গেমসের (Asian Games) প্রস্তুতি চলছিল। এখন জাতীয় ক্যাম্প চালিয়ে যাওয়া হবে কিনা তাই নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোভিড ১৯ আক্রান্ত বক্সাররা হলেন–কুলদীপ কুমার, শচীন, মহম্মদ ইতাশ খান, আমান ইন্দোরা, বিজয় কুমার, দলবীর সিং তোমর, আশিস চৌধুরী, কেশম জনসন সিং, আকাশ, সন্দীপ কুমার, নিখিল দুবে ও সাগর। ভাইরাসে আক্রান্ত কোচিং স্টাফরা হলেন–নরেন্দ্র রানা, সিএ কুত্তাপ্পা, সহকারী কোচ সুরঞ্জয় সিং। সাপোর্ট স্টাফদের মধ্যে আক্রান্ত হয়েছেন বিজয় কাম্বোজ, পবন কুমার, ভিডিও বিশ্লেষক নীতীন কুমার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement