Advertisement
Advertisement

Breaking News

India Hockey Team

এশিয়ান গেমসের শুরুতেই দাপট, ১৬ গোলে বিপক্ষকে উড়িয়ে দিল ভারতীয় হকি দল

ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের তিনজন খেলোয়াড়।

India Hockey Team beats Uzbekistan by 16-0 in first match of Asian Games | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 24, 2023 1:47 pm
  • Updated:September 24, 2023 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের (Asian Games) শুরুতেই দাপট ভারতীয় হকি দলের (Indian Hockey Team)। প্রথম ম্যাচেই ১৬টি গোল দিয়ে বিপক্ষকে গুঁড়িয়ে দিলেন ললিত কুমাররা। রবিবার সকালে উজবেকিস্তানের (India vs Uzbekistan) বিরুদ্ধে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় দলের দাপট ছিল। ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতীয় দলের তিন তারকা। তবে বেশ কয়েকটি সুযোগও নষ্ট করেছেন মনপ্রীতরা।

এশিয়াডে (Asian Games 2023) ১৬তম পদকের খোঁজে অভিযান শুরু করেছে ভারতের হকি দল। এই টুর্নামেন্টে সোনা জিতলেই সরাসরি প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করার সুযোগ মিলবে। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামেননি হরমনপ্রীতরা। তা সত্ত্বেও প্রথম ম্যাচেই উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে একাবারে উড়িয়ে দিয়েছেন মনবীররা। একাই চারটি গোল করেন ললিত কুমার উপাধ্যায়। হ্যাটট্রিক আসে মনদীপ সিং ও বরুণ কুমারের থেকে। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের দশদিন আগে ফের ছুটিতে বুমরাহ, বদলে দলে বাংলার পেসার]

তবে ম্যাচের প্রথমেই সহজ পেনাল্টি কর্নার মিস করে ভারত। সেই ব্যর্থতা সামলে অবশ্য দারুণভাবে ফিরে আসেন ললিতরা। সাত মিনিটের মাথায় গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। সেখান থেকেই শুরু হয় গোলের বন্যা। প্রথম কোয়ার্টারেই দুই গোল দিয়ে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ফের পেনাল্টি কর্নার মিস। তবে পরপর দুই মিনিটে দুই গোল করে ভারতের জয় নিশ্চিত করেন অভিষেক ও মনদীপ। হাফ টাইমেই সাত গোলে এগিয়ে যায় ভারত।

পরের দুই কোয়ার্টারে ভারতের গোলের ব্যবধান আরও বাড়ে। ৫৭ মিনিট পর্যন্ত গোল করেন ভারতের হকি তারকারা। পুরো ম্যাচে ভারতের দাপটে প্রায় খুঁজেই পাওয়া যায়নি উজেবকিস্তানের খেলোয়াড়দের। তবে এই প্রথম নয়। আগেও উজেবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে দাপট দেখিয়েছিল ভারত। ২০১৯ সালের সেই ম্যাচে ১০-০ গোলে জিতেছিল মেন ইন ব্লু।

[আরও পড়ুন: ‘এসব মানা যায় না’, বাবররা ভারতের ভিসা না পাওয়ায় ক্ষুব্ধ পিসিবির নালিশ আইসিসিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement