Advertisement
Advertisement
India Hockey

প্যারিসে ব্রোঞ্জজয়ের পর নতুন অভিযান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপুটে শুরু ভারতের

চিনকে উড়িয়ে অভিযান শুরু করল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত।

India Hockey Team Beat China 3-0 In Asian Champions Trophy Opening match
Published by: Arpan Das
  • Posted:September 8, 2024 8:17 pm
  • Updated:September 8, 2024 8:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ফিরেছে ভারতীয় হকি দল। গতবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিরও জয়ী দল ভারত। আর এবারও হরমনপ্রীত সিংরা অভিযান শুরু করলেন চ্যাম্পিয়নের মতো। প্রথম ম্যাচে তাঁরা চিনকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন।

যদিও ম্যাচের শুরুর দিকে যথেষ্ট চাপ রেখেছিল চিন। একের পর এক গোলের সুযোগও আসে। কিন্তু কোনওটাই সেভাবে কাজে লাগাতে পারেনি। হকি দলের কিংবদন্তি গোলকিপার পিআর শ্রীজেশ অলিম্পিকের পরই অবসর নিয়েছেন। তার জায়গায় দায়িত্ব পালন করতে নামা কৃষাণ পাঠকের দিকেও নজর ছিল সবার। প্রথম দিকে চাপ সামলাতে হলেও পরের দিকে নিয়মিত গোল করা শুরু করেন হরমনপ্রীতরা।

Advertisement

[আরও পড়ুন: ‘মায়ের দিব্যি কর’, ম্যাচের মধ্যেই প্রতিপক্ষ কুলদীপকে দিয়ে কোন প্রতিজ্ঞা করালেন পন্থ?]

প্রথম কোয়ার্টার শেষের আগেই ভারতকে এগিয়ে দেন সুখজিৎ। ঠিক সময়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। সামান্য ছোঁয়ায় বলের গতি ঘুরিয়ে দিয়ে ভারতকে এগিয়ে এন। দ্বিতীয় গোল এল জটলার মধ্যে থেকে। হকি দলের একাধিক প্লেয়ারের কাছে সুযোগ এসেছিল। শেষ পর্যন্ত গোল করে যান উত্তম সিং। তৃতীয় কোয়ার্টারে ভারতের তৃতীয় গোলটি করেন অভিষেক।

[আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের আগে চূড়ান্ত ব্যর্থ শুভমান-যশস্বী, দলীপ ট্রফিতে রানে ফিরলেন কেএল রাহুল]

তবে গোল পাননি অধিনায়ক হরমনপ্রীত। চতুর্থ কোয়ার্টারে একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল সংখ্যা বাড়েনি। সেটা নিয়ে অবশ্য ঘামাতে রাজি নন হরমনপ্রীত। দলে নতুন খেলোয়াড় এসেছে। তাঁদেরকে সুযোগ দেওয়াটাই মূল লক্ষ্য বলে মনে করেছেন তিনি। তবে সহজ জয় পেলেও আরও উন্নতির জায়গা আছে বলে মনে করেন হকি অধিনায়ক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement