Advertisement
Advertisement
Paralympic Games 2024

‘৫টি সোনা জিতে ফিরব’, প্যারা অলিম্পিকে নামার আগে আত্মবিশ্বাসী ভারতের কোচ

প্যারা অলিম্পিকে সর্বকালের সেরা পারফরম্যান্স করবে ভারত, আশাবাদী কোচ।

India coach confident of winning 5 golds in Paralympic Games 2024

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2024 11:04 pm
  • Updated:August 21, 2024 11:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্মকালীন অলিম্পিকে আশা জাগিয়েও সোনার পদক আসেনি ভারতে। তবে প্যারা অলিম্পিকে সেই খরা কাটাতে মরিয়া ভারতের অ্যাথলিটরা। এবারের প্যারা অলিম্পিকে অংশ নেবেন ৮৪ জন ভারতীয়। দলের হেড কোচ সত্যনারায়ণের বিশ্বাস, অন্তত পাঁচটি সোনা জিতে প্যারিস ছাড়বেন ভারতীয় অ্যাথলিটরা। সবমিলিয়ে ১২টি পদক আসবে ভারতের ঘরে। আগামী ২৮ আগস্ট প্যারা অলিম্পিকের উদ্বোধন হবে।

ইতিমধ্যেই প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছে ভারতীয় কনটিনজেন্টের প্রথম দলটি। তারকা জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্টিলও রয়েছেন প্রথম দফার দলে। প্যারিসের যে গেমস ভিলেজে অলিম্পিকের অ্যাথলিটরা থাকতেন, প্যারা অ্যাথলিটরাও সেখানেই থাকবেন। তবে এখনই গেমস ভিলেজে থাকবেন না ভারতের প্যারা অ্যাথলিটরা। স্থানীয় একটি স্পোর্টস কমপ্লেক্সে দিনকয়েক অনুশীলন করবেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: মিছিলে হাঁটার অনুমতি মেলেনি, মোমবাতি জ্বালিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ সৌরভের

তবে দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় কনটিনজেন্টের হেড কোচ সত্যনারায়ণ। তিনি বলেন, “অন্তত পাঁচটা সোনা জেতার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। সবমিলিয়ে ১২টা পদক আনতে চাই। ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স হতে চলেছে এই প্যারা অলিম্পিকে।” কেন নিজের দল নিয়ে এতখানি আত্মবিশ্বাসী সত্যনারায়ণ? তাঁর কথায়, চলতি বছরের প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যথেষ্ট ভালো পারফর্ম করেছে ভার‍ত। ৬টি সোনা, পাঁচটি রুপো এবং ছটি ব্রোঞ্জ নিয়ে ফিরেছেন অ্যাথলিটরা। তাই প্যারা অলিম্পিকেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী সত্যনারায়ণ।

উল্লেখ্য, প্যারা অলিম্পিক শুরুর আগে প্রতিযোগীদের সঙ্গে ভার্চুয়ালি আলাপচারিতা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘বিজয়ী ভব’। অ্যাথলিটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,  “তোমাদের জার্নি শুধু তোমাদের কেরিয়ারের জন্য নয়, সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ওখানে যা অর্জন করবে, তা দেশের গর্ব বাড়িয়ে তুলবে। গোটা দেশ তোমাদের ভরসা করছে। ১৪০ কোটি ভারতবাসীর আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। বিজয়ী ভব। যেভাবে তোমরা এশিয়ান প্যারালিম্পিক ও টোকিও প্যারালিম্পিকে সাফল্য পেয়েছ, সেভাবেই এবারও নতুন নতুন রেকর্ড তৈরি করো।” সর্বকালের সেরা পারফরম্যান্স করে প্যারিস থেকে ফিরবে ভারতীয় দল, আশায় দেশবাসী। 

[আরও পড়ুন: কোচ হিসাবে প্রথম পরীক্ষা, ইন্টার কন্টিনেন্টাল কাপের প্রস্তুতি শিবিরে ২৬ জনকে ডাকলেন মানোলো

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement