সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি কমনওয়েলথে আরও এক সোনালি ইতিহাস রচনা করল ভারত। পুরুষদের ট্রিপল জাম্পে প্রথমবার সোনা জয়ের নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট এল্ডহস পল। ১৭.০৩ মিটার জাম্প দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।
ট্রিপল জাম্পে সোনার পাশাপাশি রুপোও পেল ভারত। ১৭.০২ মিটার জাম্প দিয়ে রুপো ঘরে তুললেন এ আবুবাকার। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে এসেছে আরও একটি পদক। পুরুষদের ১০ হাজার মিটারের রেস ওয়াকে ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়ে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। কিন্তু ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে আর তাদের রোখা গেল না। রুদ্ধশ্বাস টক্কর শেষে তৃপ্তির হাসি ভারতীয়দের মুখে। চলতি কমনওয়েলথ গেমসের দশম দিন রুপো নিশ্চিত করে ফেললেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও।
WHAT A W
W JUMP!!
#EldhosePaul creates history by winning
’s 1st ever GOLD in Men’s Triple Jump at #CommonwealthGames
With the best effort of 17.03m he leaves everyone in awe of his stunning jump
#Cheer4India#India4CWG2022
1/1 pic.twitter.com/TN5bD57AUf— SAI Media (@Media_SAI) August 7, 2022
রবিবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ ড্র হয়। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই ২-১-এ ম্যাচ জিতে নেয় সবিতা পুনিয়া অ্যান্ড কোং। হকিতে ভারতীয় মহিলাদের সাফল্যের দিন ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল ম্যাচে সহজ জয় পেলেন পিভি সিন্ধুও। সিঙ্গাপুরের ইও জিয়া মিনকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। হায়দরাবাদি শাটলারের তরফে ম্যাচের ফল ২১-১৯, ২১-১৭। কমনওয়েলথে সোনা জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে সিন্ধু।
পুরুষদের সিঙ্গলসে আবার উজ্জ্বল লক্ষ্য সেন। প্রতিপক্ষ সিঙ্গাপুরকে জিয়া হেনকে ২১-১০, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান তিনি। ফাইনালে পৌঁছে পদক জয় নিশ্চিত করে ফেললেন তিনিও।
TO PLAY FOR GOLD
@lakshya_sen defeated Jia Heng (Singapore) 21-10, 18-21, 21-16 and has entered the Men’s Singles Finals
He is only the
th Indian to reach the finals of the Men’s Singles event since the inception of CWG
All the Best Champ!!#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/ONcK9gRFwS
— SAI Media (@Media_SAI) August 7, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.