Advertisement
Advertisement

Breaking News

Badminton

মুকুটে নয়া পালক, ডেনমার্ককে হারিয়ে প্রথমবার থমাস কাপের ফাইনালে ভারতীয় শাটলাররা

চূড়ান্ত লড়াইয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপান প্রণয়।

India beat Denmark 3-2 to enter maiden final of Thomas Cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 14, 2022 12:03 pm
  • Updated:May 14, 2022 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার পদক নিশ্চিত করেই ইতিহাসের পাতায় ঢুকে পড়েছিলেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তরা। এবার থমাস কাপের ফাইনালে পৌঁছে দেশকে আরও গর্বিত করলেন তাঁরা। ডেনমার্ককে হারিয়ে প্রথমবার থমাস কাপের ফাইনালে উঠে রুপো পাকা করে ফেলল ভারতীয় ব্যাডমিন্টন দল।

শুক্রবারের হাইভোল্টেজ সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনমার্ককে হারায় ভারত। প্রথম ম্যাচে ড্যানিশ তারকা ভিক্টর অ্যাক্সেলসেনের মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন। কিন্তু শুরুতেই বিপাকে পড়েন ভারতীয় শাটলার। বিশ্বের ৯ নম্বর লক্ষ্যকে ২১-১৩, ২১-১৩ স্ট্রেট গেমে উড়িয়ে দেন ভিক্টর। এরপর নতুন উদ্য়োমে শুরু করে ভারত। সাত্যিকসাইরাজ ও চিরাগ শেট্টী হারিয়ে দেন ডেনমার্কের কিম ও ম্যাথিয়াসকে। প্রথম গেম ২১-১৮ ব্যবধানে জিতে নিলেও দ্বিতীয় গেমে সেয়ানে-সেয়ানে টক্কর হয়। ২৩-২১ ব্যবধানে গেম জিতে নেয় ভারতীয় জুটি।

Advertisement

[আরও পড়ুন: কাশীপুর কাণ্ড: জুয়ায় টাকা খুইয়েই অবসাদ, অর্জুনের ঝুলন্ত দেহের পকেটে ছিল মাত্র ৫০০ টাকা]

তৃতীয় ম্যাচে বিশ্বের প্রাক্তন এক নম্বর শ্রীকান্ত নেমেছিলেন আন্দ্রেস অ্যান্টনসেনের বিরুদ্ধে। সেখানেও বজায় থাকে ভারতীয়র দাপট। প্রথম গেমে ২১-১২ জেতার পর অবশ্য দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ড্যানিশ তারকা। ২১-১২-য় দ্বিতীয় গেম পকেটে পোরেন তিনি। তবে হাল ছাড়েননি শ্রীকান্ত। শেষ গেমে ২১-১৫ ব্যবধানে জেতেন তিনি। চতুর্থ ম্যাচে অবশ্য ভারতের কোর্টে সাফল্য আসেনি। ৩৯ মিনিটের লড়াইয়ে সহজেই ২১-১৪, ২১-১৩ ব্যবধানে কৃষ্ণ প্রসাদ ও বিষ্ণুবর্ধনকে হারিয়ে দেন ড্যানিশ জুটি। পঞ্চম তথা শেষ লড়াইয়ে ফের সর্বশক্তি দিয়ে ঝাঁপায় ভারত। কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলে নজর কেড়েছিলেন এইচএসএস প্রণয়। এবারও তার ব্যতিক্রম হল না। চোট ভুলে ভারতকে মূল্যবান জয় এনে দিলেন তিনিও। আর সেই সৌজন্যেই ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল ভারত।

ফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন দলের সামনে ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের ৭৩ বছরে এই প্রথমবার ফাইনালে পৌঁছাল ভারত।

[আরও পড়ুন: যৌতুকে মেলেনি মোটরবাইক, রাগে ছ’বছরের শালার গলায় সিঙারা ঢুকিয়ে খুন জামাইবাবুর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement