Advertisement
Advertisement
US Open

যুক্তরাষ্ট্র ওপেনে নতুন চ্যাম্পিয়ন, প্রথমবার ট্রফি ইগা শিয়াটকের হাতে

চলতি বছরে ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা।

Iga Swiatek wins US Open for the first time | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 11, 2022 1:02 pm
  • Updated:September 11, 2022 1:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পেল যুক্তরাষ্ট্র ওপেন (US Open)। প্রথমবার ফ্লাশিং মেডোতে ট্রফি জিতলেন পোল্যান্ডের ইগা সিয়াটেক (Iga Swiatek)। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিনি হারালেন তিউনিশিয়ার ওনস জাবেরকে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসলের ইগা। ম্যাচের ফল তাঁর পক্ষে ৬-২, ৭-৬ (৭-৫)। টেনিস কেরিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা।

টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসাবেই নেমেছিলেন ইগা। ফাইনালে তাঁর সামনে পড়েন বিশ্বর‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা জাবের। প্রসঙ্গত, চলতি বছরই উম্বলডনেও ফাইনালে উঠেছিলেন তিনি। তবে প্রথম সেটে জাবেরকে একেবারে দাঁড়াতেই দেননি বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড়। ম্যাচ শুরুর মাত্র আট মিনিটের মধ্যেই টানা তিনটি গেম জিতে এগিয়ে যান ইগা।

[আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে আগে বিরাট স্বস্তি ভারতের, ফিটনেস টেস্টে পাশ বুমরাহ-হর্ষল]

মাঝখানে একবার সার্ভিস ব্রেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন জাবের। কিন্তু তাতেও লাভ হয়নি। আধঘন্টার মধ্যে ৬-২ ফলে প্রথম সেট জিতে নেন ইগা। দ্বিতীয় সেটেও একই ফর্ম ধরে রেখেছিলেন পোলিশ তারকা। ৩-০ ফলে এগিয়েও যান তিনি। কিন্তু দ্বিতীয় সেটে দুরন্তভাবে ফিরে আসেন টিউনিশ খেলোয়াড়। পরপর পয়েন্ট জিতে ৪-৪ ফলে সেটে সমতা ফিরিয়ে আনেন জাবের।

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় সেট টাইব্রেকারে নিয়ে যান জাবের। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের মধ্যে। দ্বিতীয় সেটের শেষ পয়েন্টের জন্য লড়াই হয় সমানে সমানে। শেষ পর্যন্ত ৭-৬ ফলে ম্যাচ জিতে নেন ইগা। উম্বলডনে হতশ্রী পারফরম্যান্সের পর ফের স্বমহিমায় ফিরলেন পোলিশ তারকা। চলতি বছরের ফরাসি ওপেনের পর যুক্তরাষ্ট্র ওপেনেও ট্রফি উঠল তাঁরই হাতে। ২০১৬ সালের পর এই প্রথমবার এক বছরে একাধিক গ্র্যান্ড স্লাম জিতলেন কোনও মহিলা খেলোয়াড়।

[আরও পড়ুন:শচীনদের ব্যাটে ফিরল নস্ট্যালজিয়া, প্রাক্তনদের লিগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement