Advertisement
Advertisement
Aamir Khan

‘আমির খান টুইট করলে…’, আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে সরব মহাবীর ফোগাট

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে একহাত নিয়েছেন ভিনেশ ফোগাট।

If Aamir Khan tweets...: Mahavir Phogat on wrestlers' protests | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 3, 2023 11:29 am
  • Updated:May 3, 2023 11:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় নিজেকে কুস্তিগির হিসেবে তুলে ধরেছিলেন আমির খান। দেশের প্রাক্তন কুস্তিগির মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু রিল লাইফে যখন বিপন্ন পদকজয়ী ভারতীয় কুস্তিগিরদের জীবন, তখন তাঁকে ফ্রন্টলাইনে দেখা যাচ্ছে না। তবে বাস্তবের মহাবীর ফোগাটের বিশ্বাস, সেই আমির খানের একটি টুইট পরিস্থিতি বদলে দিতে পারে।

জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন সাত মহিলা কুস্তিগির। যদিও তাঁকে গ্রেপ্তারির কিংবা অপসারণের কোনও দাবিই এখনও পর্যন্ত পূরণ হয়নি। ব্রিজভূষণ সাফ জানিয়ে দিয়েছেন, কুস্তিগিরদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক মদত কাজ করছে। ইতিমধ্যেই দিল্লির জন্তর মন্তরে প্রতিবাদ মঞ্চে বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী থেকে তৃণমূল সাংসদরা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন ববিতা ফোগাটের বাবা মহাবীর ফোগাট।

Advertisement

[আরও পড়ুন: রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও শোরুমে আয়কর হানা, চলছে তল্লাশি]

তিনি বলেন, “এটা মরণ-বাঁচন পরিস্থিতি। আমরা সুবিচার না পাওয়া পর্যন্ত ধরনা চালিয়ে যাব। ঐক্যবদ্ধ ভাবেই এই লড়াই চলবে। ববিতাও এই লড়াইয়ে শামিল।” এরপরই তিনি মনে করিয়ে দেন, “জানুয়ারিতেও একবার ধরনায় বসা হয়েছিল। ক্রীড়ামন্ত্রক, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই পরিস্থিতির দিকে নজর দিতে বলব। তাঁরাই এই সমস্যা মেটাতে পারবেন। কমিটি তৈরি হলেও এখনও তাতে কোনও ফল মেলেনি।” সঙ্গে তিনি আরও স্পষ্ট করে দেন, এই লড়াইয়ে গোটা ফোগাট পরিবার একসঙ্গে আছে। এরপরই তাঁর মুখে উঠে আসে আমির খানের প্রসঙ্গ। বলে দেন, এই আন্দোলনে কোনও অভিনেতার থেকে বিশেষ কিছু প্রত্যাশা করেন না তিনি। বলে আমির খান টুইট করলে তাঁর ভালই লাগবে।

এদিকে, গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ না করায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে একহাত নেন ভিনেশ ফোগাট। তিনি বলে দেন, ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করা বেশ কঠিন। ক্রীড়ামন্ত্রক কমিটি তৈরি করলেও তা কোনও ভূমিকাই পালন করেনি।

[আরও পড়ুন: মর্মান্তিক! খেলতে বেরিয়ে পথকুকুরের ‘শিকার’ কিশোর, খুবলে নিল মুখ-হাত-পা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement