Advertisement
Advertisement

Brij Bhushan Sharan Singh: যৌনতার উদ্দেশ্য ছাড়া মহিলাকে জড়িয়ে ধরা অপরাধ নয়! আদালতে বিস্ফোরক ব্রিজভূষণ

আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে যেমন সাক্ষ্য প্রদান চলছে, তেমনি তাঁর পক্ষেও সওয়াল করছেন অনেকেই।

Hugging woman without sexual intent not offence, says WFI chief Brij Bhushan Sharan Singh। Sangbad Pratidin

ফের বিতর্কিত মন্তব্য করলেন ব্রিজভূষণ শরণ সিং। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 9, 2023 9:25 pm
  • Updated:September 19, 2023 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথমসারির কুস্তিগিরদের বিরুদ্ধে (Wrestler Prtotest) যৌন নির্যাতনের (Sexual Harrasment) একাধিক মারাত্মক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবুও একের পর এক অজুহাত দিয়ে চলেছেন সর্বভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation Of India) বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। যাঁকে নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে রাজধানীতে।

দিল্লিতে কুস্তিগিররা ধর্নায় বসেছিলেন। সেই বিক্ষোভের কারণে দিল্লি পুলিশ তারপর ব্রিজভূষণের নামে ডায়েরি নিয়েছে। এমনকী বিষয়টি জানানো হয়েছে দিল্লির আদালতেও।
আদালতে ব্রিজভূষণের বিরুদ্ধে যেমন সাক্ষ্য প্রদান চলছে, তেমনি তাঁর পক্ষেও সওয়াল করছেন অনেকেই। এর মধ্যে ব্রিজভূষণ একের পর এক চাপে দিশেহারা। তিনি আদালতকে জানিয়েছেন, যৌনতার উদ্দেশ্য ছাড়া মহিলাকে আলিঙ্গন বা স্পর্শ করা অপরাধ নয়।

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ২৫ আগস্ট থেকে সাত দফায় শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি, কিন্তু কেন?]

তিনি আদালতে বলেন, “কুস্তি এমনই একটি খেলা যেখানে পুরুষ কোচেদের সংখ্যাই বেশি। ছাত্রীর সাফল্যের পর যদি কোনও কোচ উৎসাহের বশে তাঁর ছাত্রীকে জড়িয়ে ধরেন বা স্পর্শ করেন, তা হলে সেটা কি অপরাধ? আদালত জানিয়েছে, বৃহস্পতিবার আবার এই মামলার শুনানি হবে।

এর মানে তিনি দেশের উঠতি মহিলা কুস্তিগিরের গায়ে হাত দিয়েছিলেন, সেটি মানছেন। অথচ তাঁর নামে অভিযোগ, তিনি জাতীয় শিবির চলাকালীন সময়ে সিনিয়রদের অনুপস্থিতিতে জনৈক কিশোরী কুস্তিগিরকে যৌন হয়রানি করেছেন। সেটি একবার নয়, বারবারই। এই নিয়ে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা সবাই বিরুদ্ধাচরণ করেছিলেন কুস্তি সংস্থার শীর্ষ কর্তার।

ব্রিজভূষণের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ ছিল, তিনি নিজের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শোষণ করেছেন। সেই ধর্না মঞ্চে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। শেষমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাক্ষী, বজরংরা বিক্ষোভ দেখানো বন্ধ করে দেন। পাশাপাশি সরকারী দফতরে যোগও দেন। যদিও আদালত বিষয়টিকে নিয়ে নড়েচড়ে বসেছে। তারা ফের বৃহস্পতিবার শুনানি ডেকেছে। সেদিনও সাংসদকে হাজির থাকতে হবে আদালতে।

[আরও পড়ুন: Babar Azam: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কেমন দল গড়ল বাবর আজমের পাকিস্তান?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement