সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫-র মালয়েশিয়ান ওপেনে নেমেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা এইচ.এস প্রণয়। রাউন্ড অফ ৩২-এ তাঁর প্রতিপক্ষ ছিলেন কানাডার ব্রায়ান ইয়াং। কিন্তু দুঘণ্টা সেই ম্যাচ বন্ধ রইল। কারণ, ছাদ থেকে জল পড়ছিল।
ঠিক এই ঘটনাই ঘটেছে মালয়েশিয়া ওপেনে। এটাই বছরের প্রথম বড়মাপের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আর এদিনই এই টুর্নামেন্ট শুরু হয়। ৩ নম্বর কোর্টে মুখোমুখি হয়েছিলেন প্রণয় ও ব্রায়ান। তখন ম্যাচের দ্বিতীয় সেট চলছিল। প্রণয় এই সেটে এগিয়ে ছিলেন ৬-৩ ব্যবধানে। আর প্রথম সেটও জিতেছিলেন ২১-১২ ব্যবধানে। আর তখনই বিপত্তি।
হঠাৎ দেখা যায়, ছাদ ফুঁড়ে জল নেমে আসছে। পুরো কোর্ট ভেসে যায় জলে। দুঘণ্টা কেটে গেলেও তা মেরামতি করা যায়নি। ফলে ততক্ষণ মাঠের ধারেই অপেক্ষা করতে হল দুজনকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রণয়। কর্তৃপক্ষের কাছে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন তিনি। ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি ব্রায়ানও ভালোভাবে নেননি।
দুঘণ্টা অপেক্ষার পর ম্যাচ শুরু হয়। পাঁচ মিনিটের মধ্যে প্রণয় এগিয়ে যান ১১-৯ ব্যবধানে। কিন্তু তারপর ফের জল পড়তে হয়। যে কারণে এদিনের মতো ম্যাচ বন্ধ করে দিতে হয়। বুধবার ফের মুখোমুখি হবেন প্রণয় ও ব্রায়ান।
Water seems to be leaking from the roof at Prannoys Court
Match disrupted pic.twitter.com/HMYuNgME84— Just Badminton (@BadmintonJust) January 7, 2025
Played for 25 min , took a break for 165 min because of Rain ☔️ and then again played for 5 more minutes 😏
Shall continue playing the same match tomorrowWowwwwwww 😏
#malaysiaopen2025 pic.twitter.com/H3EM72ZwIz— PRANNOY HS (@PRANNOYHSPRI) January 7, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.