সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ৪x৪০০ মিক্সড রিলে রেসে রুপো জিতেছিলেন ভারতীয় অ্যাথলিট হিমা দাসরা। লক্ষ্মীবারই সুখবর শোনায় গেমস কর্তৃপক্ষ। জানা যায়, সেই রুপো বদলে গিয়েছে সোনাতে। করোনা আবহে এমন খুশির সংবাদ মেলায় করোনা যোদ্ধাদেরই (Corona warriors) সেই পদক উৎসর্গ করলেন বঙ্গতনয়া।
সেবার ৪x৪০০ মিক্সড রিলে রেসে ভারতকে টপকে প্রথম স্থান দখল করেছিল বাহরিন। কিন্তু সম্প্রতি সেই দলের এক অ্যাথলিট কেমি আডেকোয়া ডোপ পরীক্ষায় ফেল করেন। যে কারণে বড়সড় শাস্তির মুখে পড়তে হয় তাঁকে। অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটের (AIU) তরফে কেমিকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। সেই কারণেই তাঁদের জাকার্তা গেমস থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় স্থানাধিকারী প্রথমে উঠে আসে। তাই
বৃহস্পতিবার ভারতের রুপো বদলে সোনায়। এরপরই টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন হিমা দাস (Hima Das)। সেই সঙ্গে জানান, যাঁরা নিজেদের প্রাণের পরোয়া না করে দিনরাত করোনা মোকাবিলা করে চলেছেন, সেই যোদ্ধাদেরই এই পদক উৎসর্গ করতে চান।
লেখেন, “আমি জাকার্তা গেমসে ৪X৪০০ মিক্সড রিলে ইভেন্টে যে সোনা জিতেছিলাম, তা পুলিশ, চিকিৎসক এবং সমস্ত করোনা যোদ্ধাদের উৎসর্গ করছি। মহামারীর মধ্যেও এঁরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, যাতে আমি সুস্থ ও সুরক্ষিত থাকতে পারি। সবাইকে আমার শ্রদ্ধা।”
I would like to dedicate my upgraded gold medal of 4×400 mixed relay event of Asian Games 2018 to police, doctors and all other Coronawarriors who are working selflessly in these difficult times of Covid-19 to ensure our safety and good health. Respect for all #CoronaWarriors
— Hima (HD) (@HimaDas8) July 24, 2020
সেই রিলে ইভেন্টে হিমার পাশাপাশি মহম্মদ আনাস, এমআর পুভাম্মা এবং আরোকিয়া রাজীবও ছিলেন। পদকের রং বদলে যাওয়ায় উচ্ছ্বসিত তাঁরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.