Advertisement
Advertisement
Paralympic Games 2024

তিরন্দাজিতে নজির গড়ে সোনা হরবিন্দরের, প্যারালিম্পিকে ফের পদক ভারতের

পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতলেন ভারতের হরবিন্দর সিং। তাঁর হাত ধরেই চলতি প্যারালিম্পিকে ভারতের ২২তম পদক এল। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন হরবিন্দর।

Harvinder Singh wins gold in Paralympic Games 2024
Published by: Anwesha Adhikary
  • Posted:September 4, 2024 10:29 pm
  • Updated:September 4, 2024 11:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের শুরুটা হয়েছিল রুপোর পদক দিয়ে। বুধবারে প্যারালিম্পিকে ভারতের অভিযান শেষে সোনার পদক এল ভারতের ঘরে। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতলেন ভারতের হরবিন্দর সিং। তাঁর হাত ধরেই চলতি প্যারালিম্পিকে ভারতের ২২তম পদক এল। উল্লেখ্য, পদক সংখ্যার নিরিখে টোকিও প্যারালিম্পিককে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে চলতি প্যারিস প্যারালিম্পিক। 

বুধবার দিনের শুরু থেকেই একের পর এক রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে হয়েছে ভারতীয় তিরন্দাজকে। র‍্যাঙ্কিং রাউন্ডে নবম স্থানে শেষ করেছিলেন। তার পর কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার হেক্টর জুলিয়ো রামিরেজকে সহজেই হারিয়ে দেন হরবিন্দর। সেমিফাইনালে অবশ্য তাঁকে সেয়ানে সেয়ানে টক্কর দেন ইরানের তিরন্দাজ মহম্মদ রিজা আরব আমেরি। শেষ চারের লড়াইয়ে প্রথম দুটি সেটে হেরেই যান হরবিন্দর। তবে সেখান থেকে দুরন্ত কামব্যাক। টানা তিনটি সেট জিতে নেন। ইরানের প্রতিপক্ষকে ৬-৪ ফলে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে। চলতি প্যারালিম্পিকে আরও একটি পদক নিশ্চিত হয় হরবিন্দরের হাত ধরে। 

Advertisement

[আরও পড়ুন: ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতা বিরাট, কত নম্বরে ধোনির নাম?

টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। তবে চার বছর পরে প্যারিসে এসে নিজের পদকের রং আরও উন্নত করে নিলেন ভারতীয় তিরন্দাজ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। সোনার পদকের লড়াইয়ে হরবিন্দরের প্রতিপক্ষ ছিলেন পোল্যান্ডের লুকাস সিজেক। তবে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি হরবিন্দর। টানা তিন সেট জিতে তিনি গলায় ঝুলিয়ে নিলেন সোনার পদক। পরপর দুই প্যারালিম্পিকে পদক জেতার নজিরও গড়লেন। 

অন্যদিকে, অ্যাথলেটিক্সেও সাফল্য পেল ভারত। মহিলাদের ১০০ মিটার দৌড়ে টি ১২ বিভাগের সেমিফাইনালে উঠেছেন ভারতের সিমরন শর্মা। চলতি মরশুমে নিজের সেরা পারফরম্যান্স করেছেন তিনি। ১২.১৭ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছেন। অন্যদিকে, প্যারালিম্পিকে অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সোশাল মিডিয়ায় তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকল ভারতীয় প্যারা অ্যাথলিটকে।

[আরও পড়ুন: ৬০ বছরে টেস্টে নিকৃষ্টতম র‌্যাঙ্কিং! বাংলাদেশের কাছে হেরে আরও অন্ধকারে পাকিস্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement