জল থেকে রুপো জিতলেন নেহা ঠাকুর। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়ান গেমসের তৃতীয় দিনেও ভারতের জয়জয়কার। এবার সেইলর ইভেন্টে নেহা ঠাকুর রুপো জিতলেন। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত।
১৭ বছরের নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন। রুপো জেতার মুহূর্তে তাঁর নেট স্কোর ছিল ২৭। ১১ রাউন্ডের পর পদক জিতলেন এই ভারতীয় কন্যা। সেইলর ইভেন্টে এটা ভারতের প্রথম পদক।
ন্যাশনাল সেলিং স্কুল ভোপালের একজন উঠতি সেইলর নেহা। তিনি মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেছেন। কিন্তু তার ২৭-এর নেট স্কোর তাঁকে থাইল্যান্ডের স্বর্ণপদক বিজয়ী নপপাসর্ন খুনবুনজানের পিছনে দ্বিতীয় স্থান অর্জন করতে সাহায্য করেছে। সিঙ্গাপুরের কিয়েরা মেরি কার্লাইল ২৮-এর নেট স্কোর নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
🥈🌊 Sailing Success!
Neha Thakur, representing India in the Girl’s Dinghy – ILCA 4 category, secured the SILVER MEDAL at the #AsianGames2022 after 11 races⛵
This is India’s 1️⃣st medal in Sailing🤩👍
Her consistent performance throughout the competition has earned her a… pic.twitter.com/0ybargTEXI
— SAI Media (@Media_SAI) September 26, 2023
সেইলিংয়ে নেট স্কোর নির্ধারণের জন্য সমস্ত রেস থেকে প্রতিযোগীর সবচেয়ে খারাপ স্কোরটি মোট পয়েন্ট থেকে বিয়োগ করা হয়। সর্বনিম্ন নেট স্কোর-সহ তাঁকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। মেয়ের ডিঙ্গি ILCA-4 বিভাগে ১১টি ইভেন্ট রয়েছে এবং নেহা মোট ৩২ পয়েন্ট নিয়ে শেষ করেছেন। নেহার সবচেয়ে খারাপ রেসটি ছিল পঞ্চমটি যেখানে তিনি ২৭-এর নেট স্কোর নিয়ে শেষ করতে পাঁচ পয়েন্ট পেয়েছিলেন। ILCA-4 কে লেজার সিরিজে একটি এক-ডিজাইন ডিঙ্গি শ্রেণী হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং এটি পাল তোলা নৌকার একটি এক-ডিজাইন ক্লাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.