Advertisement
Advertisement

Breaking News

Hangzhou Asian Games 2023

Hangzhou Asian Games 2023: কাটল দীর্ঘ ৭২ বছরের খরা! শটপাটে ব্রোঞ্জ জিতলেন কিরণ বালিয়াঁ

ভারতের নাম উজ্বল করলেন কিরণ।

Hangzhou Asian Games 2023: India wins first athletics medal after 72 years, Kiran Baliyan bags bronze in women’s shot put। Sangbad Pratidin

দেশকে ব্রোঞ্জ এনে দিলেন কিরণ বালিয়াঁ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 29, 2023 8:58 pm
  • Updated:September 29, 2023 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার এশিয়ান গেমসে ১৯৫১ সালে শেষবার ভারত (India) শটপাট ইভেন্টে পদক জিতেছিল। বারবারা ওয়েবস্টারের (Barbara Webster) হাত ধরে এসেছিল ব্রোঞ্জ। ৭২ বছর পর চলতি এশিয়াডের আসর (Hangzhou Asian Games 2023) থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়ে ইতিহাস লিখলেন কিরণ বালিয়াঁ (Kiran Baliyan)।

কিরণও সৌজন্যে ভারতের ঝুলিতে এল ব্রোঞ্জ। এদিন কিরণ ১৭.৩৬ মিটার দূরে চার কেজির লোহার বলটিকে ছুড়ে পাঠান। বছর চব্বিশের মেয়ের জন্য এই পদক অনেক বেশি স্পেশাল। কারণ বিদেশের মাটিতে প্রথম সিনিয়র পর্যায়ের পদক এল তাঁর ঝুলিতেই। এর সঙ্গেই কিরণ পেলেন জীবনের প্রথম আন্তর্জাতিক পদক। এদিন কিরণের প্রতিদ্বন্দ্বিতা ছিল ঘরের মাঠের অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বী লিজিয়াও গংয়ের বিরুদ্ধে। যিনি ১৯.৫৮ মিটার ছুড়ে সোনার পদক পেলেন।

Advertisement

[আরও পড়ুন: ৫৩ সেকেন্ডে খেল খতম! পদক নিশ্চিত করে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন নিখাত জারিন]

এই নিয়ে লিজিয়াও এশিয়াডে সোনা জয়ের হ্য়াটট্রিক করলেন। বিগত দুই এশিয়াডেও (ইঞ্চিয়ন ও জাকার্তা) তিনি ছিলেন পোডিয়ামে এক নম্বরে। এদিন রুপো পেয়েছেন চিনেরই জিয়াউয়ান সং। তিনি ১৮.৯২ মিটার ছুড়ে দ্বিতীয় হয়েছেন।

[আরও পড়ুন: খালিস্তানিদের নিশানায় ভারত-পাক ম্যাচ, পান্নুনের হুমকিতে বিশ্বকাপেও সন্ত্রাসের ছায়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement