সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে পদক হাতছাড়া হয়েও ‘চ্যাম্পিয়ন’-এর সম্মান পেয়েছে ভিনেশ ফোগাট। ওজন-বিতর্কে তাঁর পাশে দাঁড়িয়েছে দেশবাসী। এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন ভারতীয় কুস্তিগির। কিন্তু তার মধ্যেই বিতর্ক উসকে দিলেন ভিনেশের দিদি গীতা ফোগাট। সোশাল মিডিয়ায় নাম না করে ভিনেশকে কটাক্ষ করে তাঁর বক্তব্য ‘ছল করলে ফল পেতেই হবে।’
এই ঘটনার জন্য তাকাতে হবে শুক্রবার রাতে ভিনেশের একটি পোস্টের দিকে। যেখানে তিনি নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছিলেন। বাবার দেখা স্বপ্নকে পূরণ করতে চেয়েছিলেন তিনি। সাহস দিয়েছিল মায়ের পরিশ্রম ও লড়াকু মনোভাব। সেই পোস্টে স্বামী সোমবীর, ডাক্তার পাডিওয়ালাদের ধন্যবাদ জানান ‘দঙ্গল গার্ল’। উঠে আসে দিল্লির রাজপথে কুস্তিগিরদের দীর্ঘ লড়াইয়ের কথা।
কিন্তু সেখানে কোথাও মহাবীর ফোগাটের নাম ছিল না। যাঁর হাত ধরেই কুস্তি শেখা শুরু হয় ভিনেশের। সেটাই নিশানা করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন মহাবীরের মেয়ে গীতা ফোগাট। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “কর্মের ফল একেবারে সোজা। ছলের ফলে ছলই পেতে হয়। হয় আজ নয়তো কাল।” যার অর্থ, ছলনা করলে আজ বা কাল তাঁর শাস্তি পেতেই হবে।
তবে এখানেই শেষ নয়। সেই সঙ্গে তাঁর স্বামী কুস্তিগির পবন সারোহার পোস্টও শেয়ার করেছেন গীতা। পবন লিখেছেন, “ভিনেশ, তুমি ভালোই লিখেছ, কিন্তু জেঠু মহাবীর ফোগাটের নামটাই ভুলে গেলে। যাঁর হাত ধরে তোমার কুস্তির কেরিয়ার শুরু। ভগবান তোমাকে বুদ্ধিশুদ্ধি দিক।” সেই প্রসঙ্গেই ‘ছলে’র কথা এনেছেন গীতা। কারণ, অনেকের বক্তব্য, অলিম্পিকে ফাইনালে নামতে না পারায় ‘বঞ্চনা’ হয়েছে ভিনেশের সঙ্গে। উল্লেখ্য এর আগে কুস্তিগিরদের আন্দোলনকেও সমর্থন করেননি গীতা।
कर्मों का फल सीधा सा है
‘छल का फल छल ‘
आज नहीं तो कल— geeta phogat (@geeta_phogat) August 16, 2024
विनेश आपने बहुत ही बढ़िया लिखा है लेकिन शायद आज आप अपने ताऊ जी महावीर फोगाट को भूल गए हैं। जिन्होनें आपकी कुश्ती जीवन को शुरू किया था भगवान आपको शुद्ध बुद्धि दे ❤️🙏 https://t.co/BtQai2lcEp
— Pawan Saroha (@pawankumar86kg) August 16, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.