Advertisement
Advertisement
Arshad Nadeem

জ্যাভলিন থ্রোয়ার নন, ক্রিকেটার হতে চেয়েছিলেন অলিম্পিক সোনা জয়ী আর্শাদ নাদিম

আর্শাদকে অভিনন্দন জানাচ্ছেন পাক ক্রিকেটার থেকে রাজনৈতিক নেতারা।

From Pakistan age group Cricketer to Olympic Champion, A tale of Arshad Nadeem

আর্শাদ নাদিম।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2024 12:54 pm
  • Updated:August 9, 2024 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মহলে প্রচলিত রয়েছে পাকিস্তান ফাস্ট বোলারদের জন্ম দেয়। সরফরাজ নওয়াজ, ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের মতো ফাস্ট বোলার একসময়ে বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছেন। ক্রিকেট সেদেশে প্রধান বিনোদন। অলিম্পিক জ্যাভলিনে সোনা জয়ী আর্শাদ নাদিমও ক্রিকেট খেলেছিলেন। হতে চেয়েছিলেন ফাস্ট বোলার।
বাবার কাছে একটা ব্যাট আর বল-ও চেয়েছিলেন। খেলেছিলেন টেপ বল ক্রিকেট। বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টেও খেলেছেন। খেলেছেন টেবিল টেনিস, শট পাটের মতো খেলাও। সেই আর্শাদ নাদিম ক্রিকেট ছেড়ে জ্যাভলিন হাতে নিয়েছিলেন বলে পাকিস্তান অলিম্পিক অ্যাথলেটিক্সে সোনা জিতল। ৯২.২৭ মিটার ছুড়ে অলিম্পিক রেকর্ড গড়লেন তিনি। সোনা জিতে দেশকে গর্বিত করেছেন আর্শাদ। এহেন আর্শাদ একবার বলেছিলেন, ”ক্রিকেটার না হওয়া আমার জীবনে আশীর্বাদের মতো। ক্রিকেটার হয়ে গেলে আমার আর অলিম্পিকে অংশ নেওয়াই হতো না।” 

[আরও পড়ুন: অদম্য শ্রীজেশে চক দে, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না শেষ প্রহরী

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট দ্বৈরথের কথা কে না জানেন! প্যারিস অলিম্পিকের জ্যাভলিন থ্রো ফাইনালেও লড়াই হল ভারত ও পাকিস্তানের দুই জ্যাভলিন থ্রোয়ারের মধ্যে। আর্শাদের ৯২.২৭ মিটার টপকাতে পারলেন না ভারেতর নীরজ চোপড়া। পাক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন আর্শাদ নাদিমকে। তাঁর কৃতিত্বের জন্য দেশের ক্রিকেটমহলে খুশির হাওয়া। পাকিস্তানের টেস্ট দলের ক্যাপ্টেন শান মাসুদ বলছেন, ”তুমি রোল মডেল।” পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিনন্দন জানিয়ে আর্শাদ নাদিমকে বলেছেন, ”সাবাশ আর্শাদ। তুমি গোটা দেশকে গর্বিত করেছ।” প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, ”আর্শাদ নাদিমের জয় গোটা দেশের জয়।”

Advertisement

[আরও পড়ুন: ‘যে সোনা জিতেছে সেও আমারই ছেলে’, আর্শাদকে ভালোবাসায় ভরালেন নীরজের মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement