Advertisement
Advertisement

Breaking News

Wrestler's Protest

সাক্ষী-ভিনেশদের সমর্থনে মহাপঞ্চায়েত, দেশজুড়ে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক কৃষক নেতাদের

রাষ্ট্রপতির কাছেও কুস্তিগিরদের প্রতিবাদ নিয়ে চিঠি দেবেন কৃষক নেতারা।

Farmer leaders calls for mahapanchayat to support wrestlers | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 1, 2023 9:49 am
  • Updated:June 1, 2023 9:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাটরা (Vinesh Phogat)। এবার সেখানে সক্রিয়ভাবে অংশ নিতে চলেছেন কৃষক নেতারা। বুধবার ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) তরফে জানানো হয়েছে, কুস্তিগিরদের সমস্যা আলোচনা করতে বৃহস্পতিবারই বিশাল একটি বৈঠক ডাকা হবে। এছাড়াও আগামী ৫ জুন পর্যন্ত দেশজুড়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি আয়োজন করবেন কৃষক নেতারা। প্রসঙ্গত, কৃষক নেতা নরেশ টিকায়েতের (Naresh Tikait) পরামর্শেই পদক বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখেন কুস্তিগিররা।

বিকেইউ নেতা টিকায়েত জানান, “কুস্তিগিরদের প্রতিবাদ (Wrestler Protest) ও তাঁদের দাবি নিয়ে উত্তরপ্রদেশের মুজঃফরপুরনগরে একটি মহা খাপ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে উত্তরপ্রদেশ ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি থেকে অনেকেই অংশ নেবেন।” প্রসঙ্গত, প্রথম থেকেই কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন কৃষক নেতারা। যন্তর মন্তরে তাঁদের ধরনাতেও টিকায়েতরা যোগ দিয়েছেন। এবার আরও বেশি করে কুস্তিগিরদের পাশে থাকতে চাইছেন কৃষক আন্দোলনের নেতারা। 

Advertisement

[আরও পড়ুন: আদি-নব‌্য দ্বন্দ্ব মেটাতে এবার ‘ভোজ’ রাজনীতি! পঞ্চায়েত ভোটের আগে নয়া কৌশল বিজেপির]

সেইসঙ্গে সংযুক্ত কিষান মোর্চার তরফে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, “মহিলা কুস্তিগিরদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে মোদি সরকার। মূল অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরন সিংকে আড়াল করার চেষ্টা চলছে। সমস্ত বিষয় নিয়েই বৃহস্পতিবার বৈঠক হবে। তারপর ১ থেকে ৫ জুন দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলবে। কুস্তিগিররা যেন যন্তর মন্তরে ধরনা চালিয়ে যেতে পারেন, সেই অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে চিঠিও দেবে মোর্চা।

প্রসঙ্গত, হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে যান নরেশ টিকায়েত। দীর্ঘক্ষণ কুস্তিগিরদের সঙ্গে কথা বলেন। পদক বিসর্জনের মতো চরম সিদ্ধান্ত থেকে কুস্তিগিরদের সরিয়ে আনেন। টিকায়েতের পরামর্শেই কেন্দ্রকে পাঁচদিনের সময় দিয়েছেন কুস্তিগিররা। আপাতত তাঁদের সমস্ত পদক রয়েছে টিকায়েতের কাছেই। প্রসঙ্গত, তিনটি কৃষি আইনের বিরোধিতা করে দীর্ঘদিন আন্দোলন করেছেন কৃষক নেতারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আইনগুলি প্রত্যাহার করে কেন্দ্র সরকার। কুস্তিগিরদের আন্দোলনে কেমন ভূমিকা নেবেন কৃষক নেতারা, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: মাসের শুরুতেই স্বস্তি, একলাফে অনেকটা কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement