Advertisement
Advertisement
Sexual Harassment Case Wrestler Protest Brij Bhushan Sharan Singh

Wrestler Sexual Harassment Case: আরও বিপাকে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ, কী প্রমাণ পাওয়া গেল?

দেশের একাধিক কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

Enough evidence available to try Brij Bhushan Sharan Singh in sexual harassment case, Delhi Police tells Court। Sangbad Pratidin

আরও চাপে ব্রিজভূষণ। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 12, 2023 4:06 pm
  • Updated:September 19, 2023 5:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন হেনস্তায় (Sexual Harassment Case) অভিযুক্ত ব্রিজভূষণ সরণ সিং-এর (Brij Bhushan Sharan Singh) সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চালিয়ে যাওয়ার অনেক প্রমাণ পাওয়া গিয়েছে। আদালতে এমনটাই জানিয়েছেন দিল্লি পুলিশের (Delhi Police) আইনজীবী অতুল শ্রীবাস্তব। সর্বভারতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation Of India) বিদায়ী সভাপতির বিরুদ্ধে তিনটি ধারায় মামলা চালানোর আর্জি জানানো হয়েছে।

এই মুহূর্তে দিল্লি আদালত ব্রিজভূষণের মামলায় সরব। বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট-সহ (Vinesh Phogat) দেশের প্রথম সারির কুস্তিগিরদের একাংশ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তের পর আদালতে গত ১৫ জুন ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল দিল্লি পুলিশ। শুনানিতে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ছ’বারের বিজেপি সাংসদের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। অতিরিক্ত মুখ্য নগর দায়রা ম্যাজিস্ট্রেট হরজিৎ সিং যশপালের এজলাসে পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত ব্রিজভূষণ।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলের জার্সিতে কতটা উন্নতি করলেন মুকেশ? ওয়ার্ক এথিক্স কেমন? জানালেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ]

দিল্লি পুলিশের আইনজীবী আদালতে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তাই ব্রিজভূষণের চার্জ গঠন করা যেতে পারে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (কোনও মহিলার সম্মানহানীর উদ্দ্যেশে অপরাধমূলক বলপ্রয়োগ) ৩৫৪ ‘এ’ (যৌন হেনস্থা), ৩৫৪ ‘ডি’ (গোপনে অনুসরণ করা) ধারায় ব্রিজভূষণকে অভিযুক্ত করার প্রক্রিয়া চলছে।

আগামী ১৯ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সে দিন অভিযুক্তদের আইনজীবীরা সওয়াল করার সুযোগ পাবেন। গত ২০ জুলাই দুই অভিযুক্তকে ব্যক্তিগত ২৫ হাজার টাকার বন্ড এবং একাধিক শর্তে জামিন মঞ্জুর করেছিল আদালত। এখন এই ইস্যুর জন্য ব্রিজভূষণ আরও কত বড় বিপদে পড়েন সেটাই দেখার।

[আরও পড়ুন: এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড, দলে নেই তারকা ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement