Advertisement
Advertisement
Tennis

মেদভেদভকে স্ট্রেট সেটে উড়িয়ে নবমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

কেরিয়ারে এটি তাঁর ১৮ তম গ্র্যান্ডস্লাম খেতাব।

Djokovic wins record-extending ninth Australian Open title | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 21, 2021 5:02 pm
  • Updated:February 21, 2021 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রড লেভার এরিনায় ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে ড্যানিয়েল মেদভেদভকে হারিয়ে রেকর্ড নবমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সার্বিয়ান এই টেনিস তারকা। কেরিয়ারে এটি তাঁর ১৮ তম গ্র্যান্ডস্লাম খেতাব। সামনে রজার ফেডেরার (২০) এবং রাফায়েল নাদাল (২০)। রবিবার স্ট্রেট সেটেই ম্যাচটি জিতলেন জকোভিচ। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করলেন।
করোনা আবহে ১০০ বছরে প্রথমবার পিছিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন। জানুয়ারি নয়, টুর্নামেন্ট শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে। চোট এবং করোনার কারণে বেশ কয়েকজন নামী খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নেননি। সেই তালিকায় রয়েছে রজার ফেডেরার, অ্যান্ডি মারেদের মতো খেলোয়াড়দের নামও। তবে শেষপর্যন্ত সুষ্ঠুভাবেই তা আয়োজন সম্ভব হয়েছে।

[আরও পড়ুন: T-20 বিশ্বকাপ: ভিসার ব্যাপারে লিখিত আশ্বাস দিতে হবে ভারতকে, ‘হুঁশিয়ারি’ পাকিস্তানের]

এদিন শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন ‘জোকার’। প্রথম সেটটিতেই কিছুটা লড়াই করেছিলেন মেদভেদভ। তবে ৭-৫ গেমে সেটটি জিতে নেন জকোভিচ। এরপর বাকি দু’টি সেটে বিপক্ষকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান এই টেনিস তারকা। পরের দু’টি সেট ৬-২, ৬-২ ব্যবধানে জিতে ম্যাচ ও খেতাব নিজের পকেটে পুরে নেন।

Advertisement

এর আগে গত দু’বছরও শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। ২০১৯ সালে হারিয়েছিলেন রাফায়েল নাদালকে। পরবর্তীতে ২০২০ সালে হারান ডমিনিক থিয়েমকে। আর এবার তাঁর কাছে হারলেন মেদভেদভ। এদিন জকোভিচ শুধু জিতলেনই না, থামিয়ে দিলেন রাশিয়ান প্রতিপক্ষের টানা ২০টি ম্যাচ জয়ের রেকর্ডও।

 

এর আগে শনিবার মেয়েদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে আমেরিকার জেনিফার ব্র্যাডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জাপানের নাওমি ওসাকা। 

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, বাদ কুলদীপ-বুমরাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement