সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রজার ফেডেরার (Roger Federer), রাফায়েল নাদাল (Rafael Nadal), নোভাক জকোভিচ (Novak Djokovic)- পুরুষদের টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার তালিকায় প্রথম তিন নাম। কিন্তু এই তিনজনের দক্ষতা মিলিয়ে তৈরি হয়েছে টেনিসের নতুন তারকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz)। উইম্বলডনে (Wimbledon) হারের পর প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এই কথাই বললেন জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার মতে, বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়দের সেরা গুণগুলোই রয়েছে আলকারাজের মধ্যে। অন্যদিকে, জীবনের প্রথম উইম্বলডন জিতে কোর্টেই কেঁদে ফেলেন আলকারাজ।
পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর হাড্ডহাড্ডি ম্যাচে জেতেন উঠতি স্প্যানিশ তারকা। তারপরেই কোর্টের মধ্যে কান্নায় ভেঙে পড়েন। জীবনে প্রথমবার উইম্বলডন ট্রফি হাতে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন আলকারাজ। বক্তৃতা দেওয়ার সময় প্রতিপক্ষ জকোভিচের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ট্রফি হাতে আলকারাজ বলেন, “যখন জন্মেছি, তখন থেকেই দেখচি তুমি ট্রফি জিতে চলেছ। ছোটবেলা থেকে তোমাকেই আদর্শ মেনে টেনিস খেলা শুরু করেছি।” প্রসঙ্গত, মাত্র ২০ বছর বয়সেই যুক্তরাষ্ট্র ওপেন ও উইম্বলডন- দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক টেনিসের নতুন তারা।
ম্যাচে হেরে কেঁদে ফেলেন জকোভিচও। তবে পরবর্তী প্রজন্মের তারকাকে প্রশংসায় ভরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক। জকোভিচ বলেন, “যোগ্য হিসাবেই আজ ম্যাচ জিতেছে আলকারাজ। আমি ভাবতাম ক্লে কোর্ট বা হার্ড কোর্টে তুমি আমাকে টক্কর দিতে পারো। ঘাসের কোর্টেও যে তুমি আমার বিরুদ্ধে এত ভাল খেলবে সেটা ভাবতে পারিনি। অসাধারণ পারফরম্যান্স করেছ তুমি।”
২৪তম গ্র্যান্ড স্ল্যাম ফসকে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জকোভিচ। সেখানেই আলকারাজের কোচের একটি মন্তব্য তুলে ধরে তাঁকে প্রশ্ন করা হয়। উইম্বলডন শুরুর আগে আলকারাজের কোচ দাবি করেছিলেন, তাঁর ছাত্রের মধ্যে টেনিসের বিগ-থ্রির সমস্ত গুণ রয়েছে। সেই মন্তব্যের বিরোধিতা করেছিলেন সুইস মহাতারকা। কিন্তু উইম্বলডন ফাইনাল হেরে আলকারাজের কোচের সঙ্গে সহমত পোষণ করলেন জকোভিচ। তিনি বলেন, “আমি মনে করি সেরা তিন তারকার যে গুণ ছিল, সবগুলোই আলকারাজের খেলার মধ্যে দেখতে পাওয়া যায়। মাত্র ২০ বছর বয়সেই হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার মতো পরিণত মানসিকতা রয়েছে ওর মধ্যে। কার্লোস আসলে একেবারে কমপ্লিট প্লেয়ার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.