Advertisement
Advertisement
wrestlers

‘আমি কি শিলাজিৎ দিয়ে রুটি খাই?’, হাজার শিশুর যৌন নিগ্রহের অভিযোগের পালটা ব্রিজভূষণের

ফেডারেশন সভাপতির মন্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

‘Did I eat Shilajit with roti?’, said Brij Bhushan amid sex assault claims by wrestlers | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 1, 2023 4:28 pm
  • Updated:May 1, 2023 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন সাত মহিলা কুস্তিগির। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার এই অভিযোগের পালটা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে বসলেন ব্রিজভূষণ। তাঁর প্রশ্ন, “আমি কি শিলাজিৎ (লিঙ্গবর্ধক ওষুধ) দিয়ে রুটি খাই?”

ফেডারেশনের (WFI) সভাপতি ব্রিজভূষণের অপসারণ এবং গ্রেপ্তারির দাবিতে দিল্লিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগিররা। বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা সাফ জানিয়ে দিয়েছেন, ব্রিজভূষণের গ্রেপ্তারি না হলে এই আন্দোলন চলবে। তবে প্রথম থেকেই এই ইস্যুতে নিজেকে নির্দোষ দাবি করে চলেছেন ব্রিজভূষণ। আর এবার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পালটা দিতে গিয়ে এমন মন্তব্য করলেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: ‘মানুষখেকো বাঘ হলে মেরে চামড়া ঝুলিয়ে দিতে হয়’, বীরভূম থেকে অনুব্রতকে আক্রমণ মীনাক্ষীর]

একটি সাক্ষাৎকারে ব্রিজভূষণ (Brij Bhushan Sharan Singh) বলেন, “প্রথমে বলা হল আমি নাকি ১০০ শিশুর উপর যৌন নিগ্রহ করেছি। তবে আবার অনেকে বলতে শুরু করল একশো নয়, হাজার শিশুর উপর। আমি কি রুটির সঙ্গে শিলাজিৎ খাই? যদি এই নির্যাতিতারা জন্তর মন্তরে যায়, আমি ইস্তফা দেব।” তিনি আরও দাবি করেন, কুস্তিগিরদের আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক প্রভাব রয়েছে। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতেই তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।

উল্লেখ্য, লাগাতার আন্দোলন সত্ত্বেও প্রথমে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হয়নি দিল্লি পুলিশ। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে দায়ের হয় দুটি এফআইআর। একটি পকসো আইনে নাবালিকার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এবং অন্যটি মহিলা কুস্তিগিরদের সঙ্গে অশালীন আচরণের। তবে এমন বিস্ফোরক অভিযোগের পরও এখনও পর্যন্ত বিজেপি সাংসদকে ফেডারেশনের সভাপতি পদ থেকে সরানো হয়নি।

[আরও পড়ুন: এত্ত টাকা! আরিয়ানের সদ্য লঞ্চ করা ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটদুনিয়া]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement