Advertisement
Advertisement
Paralympic Games 2024

একদিনে জোড়া সোনা, প্যারালিম্পিকে ২৪ পদক জিতে ইতিহাস ভারতের

ক্লাব থ্রো এবং তিরন্দাজিতে সোনা জিতেছেন ভারতের প্যারা অ্যাথলিটরা।

Dharamveer wins gold in Paralympic Games 2024
Published by: Anwesha Adhikary
  • Posted:September 5, 2024 2:31 am
  • Updated:September 5, 2024 2:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে ঘণ্টা তিনেকের ব্যবধান। তার মধ্যেই ফের সোনা এল ভারতে। চলতি প্যারালিম্পিকে পঞ্চমবার ভারতকে সোনা এনে দিলেন প্যারা অ্যাথলিটরা। পুরুষদের ক্লাব থ্রোয়ের এফ ৫১ বিভাগে সোনা জিতলেন ধরমবীর। ওই একই ইভেন্টে রুপো জিতেছেন আরেক ভারতীয় প্রণব সুরমা। তবে এই বিভাগের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে ভারতের অমিত কুমারকে। উল্লেখ্য, এদিনই তিরন্দাজিতে সোনা জিতেছেন ভারতের হরবিন্দর সিং। 

সোনা জয়ের পথটা মোটেই সুখকর ছিল না ধরমবীরের জন্য। প্রত্যেক অ্যাথলিটের জন্য বরাদ্দ থাকে ছটি থ্রো। কিন্তু প্রথম চারটিতেই ফাউল করে বসেন ভারতীয় অ্যাথলিট। তবে নিজের পঞ্চম থ্রোতেই বাজিমাত। ৩৪.৯২ মিটার দূরে ছোড়েন তিনি। ওই থ্রোতেই সোনা নিশ্চিত হয়। কেবল সোনা জেতা নয়, এদিন এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। উল্লেখ্য, গত দুই প্যারালিম্পিকে অংশ নিলেও পদক জিততে পারেননি ধরমবীর। এবার একেবারে সোনার পদক জিতে নিলেন প্যারালিম্পিকের মঞ্চ থেকে। 

Advertisement

[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে ভারত, প্রতিপক্ষ কি ‘পুরনো শত্রু’রাই?

একই ইভেন্ট থেকে রুপো পেয়েছেন ভারতের প্রণব সুরমা। এশিয়ান প্যারা গেমসে সোনার পদক জিতেছিলেন এই ভারতীয় অ্যাথলিট। নিজের প্রথম থ্রোতেই ৩৪.৫৯ মিটার ছোড়েন প্রণব। তার পরে সঠিক থ্রো করলেও এই দূরত্বের বেশি অতিক্রম করতে পারেননি। শেষ পর্যন্ত রুপোর পদক ঝুলেছে তাঁর গলায়। তবে ক্লাব থ্রোর ফাইনালে উঠেও একেবারে শেষ স্থান পেয়েছেন ভারতের আরেক অ্যাথলিট অমিত কুমার। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জেলকো দিমিত্রিজেভিচ। 

বুধবারই পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছেন ভারতের হরবিন্দর সিং। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। তবে চার বছর পরে প্যারিসে এসে নিজের পদকের রং আরও উন্নত করে নিলেন ভারতীয় তিরন্দাজ। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরছেন তিনি। তার পর ক্লাব থ্রোয়ে জোড়া পদক। সবমিলিয়ে চলতি প্যারালিম্পিকে ভারতের পদক সংখ্যা পৌঁছে গেল ২৪য়ে। একটি প্যারালিম্পিক থেকেএত বেশি পদক ভারতের ঝুলিতে আগে কখনও আসেনি। 

[আরও পড়ুন: তিরন্দাজিতে নজির গড়ে সোনা হরবিন্দরের, প্যারালিম্পিকে ফের পদক ভারতের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement