Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra: নীরজের সাফল্যে উচ্ছ্বসিত দিল্লি পুলিশ, দেখুন ভাইরাল হওয়া ক্রিয়েটিভ টুইট

শুধু পদক নয়, মনও জিতেছেন নীরজ।

Delhi Police's latest road safety advisory gets a thumbs up after Neeraj Chopra creates history। Sangbad Pratidin

নীরজের সাফল্যে উচ্ছ্বসিত দিল্লি পুলিশ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 29, 2023 11:24 am
  • Updated:August 29, 2023 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজ সচেতনামূলক ও ক্রিয়েটিভ টুইট করতে দিল্লি পুলিশের (Delhi Police) জুরি মেলা ভার। ট্রাফিক আইন মেনে চলা নিয়ে বরাবরই সাধারণ মানুষকে উৎসাহিত করে দিল্লি পুলিশ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships 2023) সোনা জিতে ইতিহাস গড়ার পর এবার নীরজ চোপড়ার (Neeraj Chopra) প্রশংসায় পঞ্চমুখ দিল্লি পুলিশ। আর তাই ‘সোনার ছেলে’-র (Golden Boy) কীর্তির সঙ্গে ট্রাফিক আইন মেনে চলাকে এবার জুড়ে দেওয়া হল। সেই টুইট ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

একটি ভাইরাল হওয়া টুইটে দিল্লি পুলিশ লিখেছে, ‘নীরজ চোপড়ার মতো হতে হবে। মন জিতুন। তাহলে আর চালান কাটাতে হবে না!’ সেই টুইটে আরও লেখা হয়েছে, ‘এই মেসেজ ড্রাইভার ও রাইডার সবার জন্য প্রযোজ্য। আপনি কিন্তু নীরজের জ্যাভলিন থ্রো-র মত নন। তাই অহেতুক লাইন অতিক্রম করতে যাবেন না।’

Advertisement

[আরও পড়ুন: কবে সাত পাকে বাঁধা পড়বেন সোনার ছেলে? মুখ খুললেন নীরজের মা]

 

নীরজের ট্রাম্প কার্ড সাধারণত প্রথম থ্রোয়েতেই লুকানো থাকে। ফাইনালে সেই কার্ড কাজে না এলেও সোনা পেতে কোনও অসুবিধা হয়নি। ফাইনালে নীরজের প্রথম থ্রো ফাউল হয়। তবে নীরজ তাঁর দ্বিতীয় থ্রোতেই ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ঠিক যেমন যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এক থ্রোয়েই বাজিমাত করে দিয়েছিলেন। সেই এক থ্রোয়েই নীরজ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন।

কিন্তু ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। যদিও দ্বিতীয় থ্রোতে আর কোনও ভুল করেননি তিনি। সারা দেশের রাত জাগা সফল করে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েই উল্লাসে চিৎকার করে ওঠেন। প্রতিপক্ষের পরিসংখ্যান তাঁর জানা ছিল। তাই হয়তো বুঝতে পেরে গিয়েছিলেন যে, এবার তাঁকে টপকে যাওয়া বেশ কঠিন। দ্বিতীয় স্থানে শেষ করেন পাকিস্থানের আর্শাদ নাদিম। তিনি ৮৭.৮২ মিটার দুরুত্বে জ্যাভলিন ছোঁড়েন।

আর এরপরেই নীরজের সাফলে উচ্ছ্বসিত হয়ে টুইট করল দিল্লি পুলিশ।

[আরও পড়ুন: ‘জাতীয় পতাকায় স্বাক্ষর করতে পারব না’, নীরজের দেশভক্তি মন জিতল নেটিজেনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement