Advertisement
Advertisement
Brij Bhushan Sharan Singh

যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণের বয়ান রেকর্ড, তদন্ত করতে সিট গঠন করল দিল্লি পুলিশ

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট।

Delhi police forms SIT, record statement of Brij Bhushan Sharan Singh | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 12, 2023 2:09 pm
  • Updated:May 12, 2023 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার একটি বিবৃতি জারি করে তাদের তরফে বলা হয়েছে, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই চার রাজ্যে গিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। প্রয়োজনে বিদেশেও তদন্ত হতে পারে। গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের বিরুদ্ধে।

এফআইআর দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও কেন ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশের ভূমিকা। অবশেষে শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ। তবে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ব্রিজভূষণ ছাড়াও আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে শুক্রবার।

Advertisement

[আরও পড়ুন: কুন্তলের চিঠি মামলা: হাই কোর্টে রক্ষাকবচ মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের]

দিল্লি পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ১০ সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন এক মহিলা ডিসিপি। এছাড়াও সিটে রয়েছেন ৪জন মহিলা পুলিশ। ব্রিজভূষণকে আগামী দিনে জেরা করবে এই সিট। আরও জানা গিয়েছে, নানা ঘটনার ছবি ও ভিডিও চাওয়া হয়েছে কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে। তাঁর মোবাইলও খতিয়ে দেখবে তদন্তকারীরা।

প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ভিনেশ ফোগাট-সহ ৭ জন কুস্তিগির। অভিযোগ করলেও দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়নি। এফআইআর দায়েরের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কুস্তিগিররা। শীর্ষ আদালতের তরফে বলা হয়, অভিযোগকারিণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখবে না শীর্ষ আদালত। তবে তদন্তের গতি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানাতে হবে।

[আরও পড়ুন: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ, হিন্দু বাবার মাথা কেটে খুন করল পাক মুসলিম যুবকরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement