Advertisement
Advertisement

Breaking News

Diljit Dosanjh

মাঠ জুড়ে মাংসের হাড়, মদের বোতল! দিলজিতের কনসার্টের পর ‘আস্তাকুঁড়’ দিল্লির স্টেডিয়াম

'এই তো ক্রীড়াবিদদের অবস্থা', সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে।

Delhi Jawaharlal Nehru stadium is in mess after Diljit Dosanjh Concert
Published by: Arpan Das
  • Posted:October 29, 2024 11:50 am
  • Updated:October 29, 2024 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ দোসাঞ্ঝ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। সেরকমই হল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কিন্তু তার পর স্টেডিয়ামের যে ছবি ধরা পড়ল, তা রীতিমতো চিন্তাজনক। ক্রীড়াবিদদের দাবি, এরকম অব্যবস্থার জন্যই ভারত অলিম্পিকে পদকজয়ের দৌড়ে পিছিয়ে থেকে।

২৬ ও ২৭ অক্টোবর, দিল্লিতে ছিল দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান ‘দিললুমিনাটি ট্যুর ২০২৪’। দুদিন মিলিয়ে প্রায় ৭০০০০ দর্শক উপস্থিত ছিলেন জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কিন্তু অনুষ্ঠান শেষের পর যে ছবি ধরা পড়ল, তা দেখে চিন্তায় ক্রীড়াবিদরা। দিল্লির ক্রীড়াবিদ বিয়ান্ত সিংয়ের অভিযোগ, মাঠের বিভিন্ন জায়গা জুড়ে মদের বোতল, মাংসের হাড় পড়েছিল। খেলার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভেঙে পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দৌড়ের ট্রাকও।

Advertisement

বিয়ান্ত সিং সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “এই তো দেশের খেলাধুলোর অবস্থা। যেখানে সবাই প্র্যাকটিস করে, সেখানে মদ খেয়ে লোকজন নাচগান করেছে। তার জন্য স্টেডিয়াম ১০ দিন বন্ধ ছিল। খেলার সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে। আর চার বছর পরে সোশাল মিডিয়ায় সবাই প্রশ্ন করে, কেন আমরা অলিম্পিক থেকে পদক পাই না? এরকম অবস্থা থাকলে, ক্রীড়াবিদদের জন্য সম্মান না থাকলে, সেটাই হবে।”

এই স্টেডিয়ামটি যে কোনও সংস্থা ভাড়া নিতে পারে। এখানেই আইএসএলের ম্যাচ খেলে পাঞ্জাব এফসি। কিন্তু তারাও অনুশীলন করতে পারছে না। পরে সাইয়ের তরফ থেকে স্টেডিয়াম পরিষ্কার করা হয়। কিন্তু যেভাবে সেটা করা হয়েছে, তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না অনেকে। কারণ সিন্থেটিক ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটা এখনও বোঝা যাচ্ছে না বলেই অভিযোগ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Beant Singh (@beant.bhinder_800m)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement