Advertisement
Advertisement

কমনওয়েলথে রেকর্ড ভারোত্তোলক মীরাবাই চানুর, ভারতের ঝুলিতে প্রথম সোনা

এদিন গেমসের সূচনাতেই রুপো দিয়ে পদকতালিকায় খাতা খোলে ভারত।

CWG 2018: Mirabai Chanu Clinches Weightlifting Gold In Record-Breaking Show
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 5, 2018 1:59 pm
  • Updated:June 19, 2019 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর দিনেই বাজিমাত ভারতীয় ক্রীড়াবিদের। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের প্রথমদিনেই ভারতের ঝুলিতে সোনা এনে দিলেন ভারোত্তোলক মীরাবাই চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে বিশ্বজয়ী চানু ১৯৬ কেজি লিফট করে কমনওয়েলথে রেকর্ড সৃষ্টি করলেন বৃহস্পতিবার। ক্লিন, স্ন্যাচ ও জার্কে সবমিলিয়ে ১৯৬ কেজি ওজন তুলে রেকর্ড গড়লেন মণিপুরি।

এদিন গেমসের সূচনাতেই পদকতালিকায় খাতা খোলে ভারত। পুরুষদের ভারোত্তোলনে ৫৬ কেজি বিভাগে রুপো পান পি গুরুরাজা। চানুর অসামান্য কৃতিত্বতে নেটদুনিয়ায় প্রশংসার বন্যা। টুইট করে দেশের ক্রীড়ামহলে নারীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ।

[শাহিদ আফ্রিদিকে তুলোধোনা গম্ভীর, রায়নার! মুখ খুললেন বিরাটও]

২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন চানু। পদক জয়ের সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখে এদিন অসীম দক্ষতায় ১৯৬ কেজি ওজন তুলে গেমসের ইতিহাসে সসমস্ত রেকর্ড ভেঙে দিলেন চানু। ২৩ বছরের এই তরুণী কিছু মাস আগে ১৯৪ কেজি ওজন তুলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। এতদিন সেটাই ছিল তাঁর ব্যক্তিগত সেরা। এবার তাকেও ছাপিয়ে গেলেন চানু। এদিন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কানাডার আমান্ডা ব্র্যাডক তাঁর থেকে অনেক পিছনে শেষ করেন। চানুর সোনালি কীর্তিতে মণিপুরের নংপক কাকচিং গ্রামে তাঁর এলাকায় খুশির আবহ।

[চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর বিস্ময় গোলে ঘোর কাটছে না ফুটবল বিশ্বের]

এবারের গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের উপর অনেক আশা রয়েছে দেশের ক্রীড়ামহলের। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। সূচনাই যদি এমন দারুণ হয় তাহলে আশা করাই যায়, এবার প্রচুর পদক ভারতের ঝুলিতে আসবে। চানু এবং গুরুরাজা সেই পূর্বাভাসই দিয়ে রাখলেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement