সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের ভারতের ‘সোনার দৌড়’ অব্যাহত। সোমবার ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ভারতের জিতু রাই। এই ইভেন্টে নয়া গেমস রেকর্ড গড়েছেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তল ব্রোঞ্জও এল ভারতের ঝুলিতে। পদক জিতলেন ওমপ্রকাশ মিথারভাল। অন্যদিকে মহিলাদের এয়ার রাইফেলসে রুপো পেলেন বাংলার মেহুলি ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ক্রীড়াবিদদের টুইটারে তাঁর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীও।
India rejoices in the victory of Jitu Rai. He once again demonstrates his prowess, and wins a Gold in the men’s 10m Air Pistol event. Congratulations: PM @narendramodi #GC2018 pic.twitter.com/sfJKv89o34
— PMO India (@PMOIndia) April 9, 2018
It is amazing to see Indian athletes excel at the 2018 Commonwealth Games. With a Silver in the women’s 10m Air Rifle event, Mehuli Ghosh joins the fast increasing list of medal winners from India: PM @narendramodi #GC2018 pic.twitter.com/X5YcAKLXQg
— PMO India (@PMOIndia) April 9, 2018
[ফের নারীশক্তির জয়, ইতিহাস গড়ে ভারতকে সপ্তম সোনা এনে দিলেন মহিলা অ্যাথলিটরা]
অলিম্পিকের সঙ্গে কোনও তুলনা চলে না। তবে আন্তর্জাতিক খেলাধূলার কমনওয়েলথ গেমসের গুরুত্বও কম হয়। ক্রীড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এটি। অলিম্পিকের মতোই চার বছর অন্তর কমনওয়েলথ গেমসের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশ নেন কমনওয়েলথভুক্ত দেশের ক্রীড়াবিদরা। এবছর কমনওয়েলথ গেমস হচ্ছে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহরে। নজর কাড়ছেন ভারতীয়রা। কমনওয়েলথ গেমসে ভারত আটটি সোনা জিতে ফেলেছে। সোমবার অস্টম সোনাটি এল ১০ মিটার এয়ার পিস্তল বিভাগ থেকে। নয়া গেমস রেকর্ড গড়ে সেরা হলেন জিতু রাই। তাঁর স্কোর ২৩৫.১। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই ওমপ্রকাশ মিথারভাল।
Supremely talented and on the mark! Well done Om Mitharval for the Bronze in the men’s 10m Air Pistol event. Your performance makes us very happy: PM @narendramodi #GC2018 pic.twitter.com/pVWfvLMDxa
— PMO India (@PMOIndia) April 9, 2018
[কমনওয়েলথে সোনা ১৬ বছরের মিনু ভাকরের, রূপো হিনার]
প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে রুপো জিতে নিল বাংলার মেহুলি ঘোষও। বরং বলা ভাল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলসে অল্পের জন্য সোনা হাতাছাড়া হল তার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর, শুটঅফে মেহুলিকে টেক্কা দিলেন ভেলোসো। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল বাংলার কিশোরীকে। তবে কল্যাণীর ১৭ বছরের মেহুলি যে লড়াই করল, তা প্রশংসা কুড়িয়েছে ক্রীড়ামহলের। তার ইভেন্টেই ব্রোঞ্জ পেলেন ভারতের অপূর্বী চান্দেলা। এখনও পর্যন্ত কমনওয়েলথে ৮টি সোনা, ৪টি রূপো ও ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। ১৭টি পদক জিতে তিন নম্বরে ভারতে। রবিবার সিঙ্গাপুরকে হারিয়ে সোনা জিতেছে ভারতের মহিলা টেবিল টেনিস দল। ফাইনালে উঠেছে পুরুষদের টেবিল টেনিস দলও।
India lauds Apurvi Chandela for securing the Bronze in the women’s 10m Air Rifle event. It is amazing to see Apurvi emerge as one of India’s finest shooters: PM @narendramodi #GC2018 pic.twitter.com/iYbgLgd6hy
— PMO India (@PMOIndia) April 9, 2018
[সোনা ফলাচ্ছেন ভারতীয় ভারোত্তোলকরা, ৮৫ কেজি বিভাগে বাজিমাত ভেঙ্কট রাগালার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.