Advertisement
Advertisement
Milkha Singh

শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভরতি করা হল করোনা আক্রান্ত মিলখা সিংকে

গত ২০ মে কিংবদন্তির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে।

Corona positive Milkha Singh admitted to Hospital after his oxygen level drops | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 24, 2021 9:01 pm
  • Updated:May 24, 2021 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংয়ের (Milkha Singh) শারীরিক অবস্থার অবনতি। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে তাঁর। সে কারণেই সোমবার তড়িঘড়ি বাড়ি থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হল বর্ষীয়ান অ্যাথলিটকে। যদিও কিংবদন্তির ছেলে জিভ মিলখা সিং জানিয়েছেন, তাঁর বাবা আপাতত স্থিতিশীল।

গত ২০ মে মিলখা সিংয়ের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি মিলখার বাড়ির দুই কাজের লোক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরই বাড়ির প্রত্যেকের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত হননি মিলখা। জানিয়েছিলেন, চিকিৎসকদের মতে তিনি তিন-চারদিনেই সেরে উঠবেন। “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপোর্ট পজিটিভ। কিছুটা অবাকই হয়ে যাই। কারণ আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাব।” একথাই শোনা গিয়েছিল মিলখার গলায়। কিন্তু সোমবার হঠাৎই তাঁর রক্তে অক্সিজেন মাত্রা কমতে শুরু করে।

Advertisement

[আরও পড়ুন: অক্সিজেন মাস্ক পরেও রান্না! মহিলাকে দেখে ভারাক্রান্ত শেহওয়াগ নিলেন মানবিক উদ্যোগ]

তাঁর স্ত্রী নির্মল কৌর ও ছেলে জিভ জানান, বাড়িতে অসুস্থ বোধ করছিলেন বছর একানব্বইয়ের মিলখা। সম্ভবত ডায়রিয়া ও বমির কারণেই ডিহাইড্রেশনেও ভুগছিলেন। ফলে কোনও ঝুঁকি না নিয়েই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। জিভ মিলখা সিং বলেন, “গতকাল থেকেই দুর্বল বোঝ করছিলেন। তাই হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে পারবেন বাবা। তবে আপাতত সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।” ‘ফ্লায়িং শিখ’-এর দ্রুত আরোগ্য কামনা করছেন অগণিত অনুরাগী।

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় ২০০০ অক্সিজেন কনসেন্ট্রেটর দিল BCCI, কোভিড রোগীদের পাশে পাণ্ডিয়াও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement