সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ সেপ্টেম্বর। করোনা আবহেই দেশজুড়ে ছাত্রছাত্রীরা তাঁদের শিক্ষকদের শ্রদ্ধা জানাচ্ছেন। তবে এবার পুরোটাই ভারচুয়াল। যদিও তাতে উৎসাহে খামতি নেই। এই পরিস্থিতিতে ক্রীড়াজগতের তারকারাও তাঁদের গুরুদের শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে এটিকে মোহনবাগানের ফুটবলার প্রবীর দাস– কে নেই তালিকায়।
শচীন যেমন লেখেন, ‘‘করোনার কারণে স্কুল বন্ধ। তবুও শিক্ষকরা অনলাইনে পড়ুয়াদের পড়াচ্ছেন। আমাদের একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ। আমি সেই সকল শিক্ষক এবং আমার নিজের তিন শিক্ষক– আমার বাবা, আচরেকর স্যর এবং দাদা অজিতকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।’’ শচীন ছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে বিরাট, রাহানে, ধাওয়ানরা নিজেদের গুরুকে শুভেচ্ছা জানিয়েছেন।
COVID19 has shut schools, yet teachers have gone online to continue teaching. Always inspiring!
Forever grateful to them for shaping us into better human beings and helping us progress.#HappyTeachersDay to all & my 3 special teachers, my father, Achrekar sir & my brother Ajit. pic.twitter.com/qh0RshaAy2
— Sachin Tendulkar (@sachin_rt) September 5, 2020
Happy Teacher’s day to all the teachers and coaches who encourage us and stand by us by being our constant pillar of support. ☺️ #HappyTeachersDay
— Virat Kohli (@imVkohli) September 5, 2020
Everyday I have the quest to learn a little more from my mentors, my game, my teammates, my coaches, my family and everyone around. #HappyTeachersDay to everyone who has ever taught me anything 🙏
Here’s to letting the urge to learn, never die.— Ajinkya Rahane (@ajinkyarahane88) September 5, 2020
I’m thankful for all the teachers who are earnest in their duties and have laid the groundwork for the success and development of innumerable students in life. #HappyTeachersDay 🙏
— Mayank Agarwal (@mayankcricket) September 5, 2020
मेरे जैसे ‘शून्य’ को,
‘शून्य’ का ज्ञान बताया,
हर अंक के साथ ‘शून्य’,
जुड़ने का महत्व बताया।#शिक्षकदिवस की हार्दिक शुभकामनाएं— Virender Sehwag (@virendersehwag) September 5, 2020
I couldn’t have been where I am without all those who taught me
Owe it all to them! #HappyTeachersDay— Gautam Gambhir (@GautamGambhir) September 5, 2020
To all the teachers who have been guiding forces 🙏#HappyTeachersDay pic.twitter.com/iFUzunNtqj
— BCCI (@BCCI) September 5, 2020
এদিকে, শুধু ক্রিকেট জগতের তারকারা নন, ফুটবলার প্রবীর দাস (Prabir Das) থেকে শুরু করে অন্যান্য খেলার সঙ্গে যুক্তরাও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নিজের নিজের কোচদের।
Aloke Rudra Sir, without whom I would not have been here today. Thank you, sir, for taking me to trials for the SAIL football academy. I know what you have done to me sir and will be ever grateful to you for everything. Happy teacher’s day sir! #MyFirstTeacher #TeachersDay pic.twitter.com/tTBvHhJZx1
— Prabir Das (@ImPrabirDas) September 5, 2020
Happy Teachers Day 🙏 pic.twitter.com/XJR04UAJIu
— Tajinder Toor (@Tajinder_Singh3) September 5, 2020
Happy Teacher’s day to all the kind, selfless & compassionate teachers.
I’ve had some great teachers, coaches & mentors in my life.
‘Things worth having in life never come easy, work hard’-was something my fav teacher at school always said. #gratitude
Any quote that u remember?— Shikha Pandey (@shikhashauny) September 5, 2020
এটিকে মোহনবাগানের তরফে আবার পুরনো কোচেদের শ্রদ্ধা জানাতে বিশেষ একটি ছবিও পোস্ট করা হয় তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে।
On this #TeachersDay,we remember the mentors who played an unparallel role in shaping Mohun Bagan’s destiny.
We thank all the teachers who incredibly contributed in nurturing young minds and instilling values in them to build a better society.
Happy Teachers Day. #JoyMohunBagan pic.twitter.com/RalJxvnJnv— Mohun Bagan (@Mohun_Bagan) September 5, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.