সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের রেসলিংয়ে অনবদ্য ভারত। একই কুস্তি থেকে এল ৩টি সোনা। সেরার সেরা হয়ে তেরঙ্গা ওড়ালেন রবি দাহিয়া, ভিনেশ ফোগাট এবং নবীন।
এদিন রবি কুমার দাহিয়ার (Ravi Kumar Dahiya) হাত ধরে কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষকে টেকনিক্যাল সুপেরিয়রিটির ভিত্তিতে ১০-০ পয়েন্টে উড়িয়ে দেন তিনি।
1st GOLD medal of the day ✨
Star wrestler Ravi Kumar Dahiya wins Gold medal after beating 2 time reigning CWG medalist 10-0 in Final (57kg).
👉 Its 10th Gold medal for India #CWG2022 #CWG2022India pic.twitter.com/LaDNXxan0p— India_AllSports (@India_AllSports) August 6, 2022
রবির পরপরই অবশ্য ভারতের একাদশতম সোনাটি চলে আসে ভিনেশ ফোগাটের হাত ধরে। মেয়েদের ৫৩ কেজি বিভাগে ভিনেশ শ্রীলঙ্কার প্রতিপক্ষকে উড়িয়ে দেন। এটি কমনওয়েলথ গেমসে ভিনেশের সোনা জয়ের হ্যাটট্রিক। ভিনেশের পর ভারতের হয়ে দ্বাদশ সোনাটি জেতেন নবীন। ৭৪ কেজি ফ্রি স্টাইল বিভাগে পাকিস্তানের মহম্মদ শরিফকে উড়িয়ে দিয়ে সোনার পদক নিজের ঝুলিতে পুরে ফেলেন নবীন। এটি ভারতের দ্বাদশ সোনা।
এদিকে বক্সিংয়ে ভারতীয় বক্সারদের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। পুরুষদের বক্সিংয়ে ফাইনালে পৌঁছে গেলেন অমিত পাঙ্ঘাল। অমিত ছাড়াও মহিলাদের বক্সিংয়ে ফাইনালে উঠলেন নিখাত জারিন এবং নীতু গোংঘাস। ভারতের তিন বক্সারেরই পদক নিশ্চিত। এদিকে মেয়েদের ৫৭-৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের জ্যাসমিন লাম্বোরিয়া।
টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের শরথ কমল এবং জি সাথিয়ান। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে শরথ ৪-০ ব্যবধানে হারালেন সিঙ্গাপুরের ইয়ং আইজাক কুইককে। ভারতের বর্ষীয়ান তারকা জিতলেন ১১-৬, ১১-৭, ১১-৪, ১১-৭ ব্যবধানে। অপর কোয়ার্টার ফাইনালে সাথিয়ান ১১-৫, ১১-৭, ১১-৫, ৮-১১, ১০-১২, ১১-৯ পয়েন্টে হারান স্যাম ওয়াকারকে। তবে পুরুষদের সিঙ্গলসে হেরে গিয়েছেন সানিল শেঠি। এদিকে, পুরুষদের ডাবলসে ফাইনালে উঠলেন শরথ কমল ও জি সাথিয়ান জুটি। একইসঙ্গে মিক্সড ডাবলসেও ফাইনালে উঠেছেন শরথ ও শ্রীজা আকুলা জুটি। দুই বিভাগেই পদক নিশ্চিত করেছেন শরথ কমল।
ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ১৯-২১, ২১-১৪, ২১-১৮ ব্যবধানে হারালেন মালয়েশিয়ার গো ওয়েই জিনকে। তবে সিন্ধু জিতলেও কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন আকর্ষি কাশ্যপ। তিনি ১০-২১, ৭-২১ ব্যবধানে হেরে যান স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোরের কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.