Advertisement
Advertisement
Commonwealth Games 2022

Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে খাতা খুলল ভারত, ভারোত্তোলনে রুপো পেলেন সংকেত সারগর

ফাইনালে চোট না পেলে হয়তো সোনাই জিততে পারতেন সংকেত।

Commonwealth Games 2022: Weightlifter Sanket Sargar bags silver to open India's account | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2022 3:53 pm
  • Updated:July 30, 2022 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) খাতা খুলল ভারত। দেশের প্রথম পদক এল ভারোত্তোলন থেকে। পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিলেন সংকেত সারগর।

এদিন ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত (Sanket Sagar)। সম্ভবত সেকারণেই সোনা হাতছাড়া হয়ে গেল তাঁর। সোনা পেলেন  মালয়েশিয়ার বিন কাসদান।স্ন্যাচিং এবং ক্লিন এন্ড জার্ক বিভাগ মিলিয়ে ২৪৯ কেজি ভার উত্তোলন করেছেন তিনি। মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেয়েছেন ভারতের সংকেত। এটিই এবারের গেমসে ভারতের জেতা প্রথম পদক। 

[আরও পড়ুন: ভারতের জয়ের দিন রেকর্ড রোহিতের, টি-২০ বিশ্বকাপের আগে ফিনিশারের খোঁজও পেল দল]

আসলে ফাইনালের ক্লিন এন্ড জার্ক দ্বিতীয় বার ভারত্তোলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও দ্বিতীয় চেষ্টায় ১৩৫ কেজি ওজন তোলেন সংকেত। তৃতীয়বার তিনি ১৩৯ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। নাহলে সোনার পদক তার খাতাতেই আসত। তবে চোট পাওয়ার পরও জেভাবে তিনি তৃতীয়বার বেশি ওজন তোলার চেষ্টা করলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। 

[আরও পড়ুন: টি-২০ ম্যাচ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল স্টেডিয়াম! ভিডিও ভাইরাল]

এমনিতে কমনওয়লেথ গেমসের শুরুর দিকটা ভালই হয়েছে ভারতের। প্রথম দিন হকিতে পুল এ ম্যাচে ৫-০ গোলে ঘানাকে উড়িয়ে দিয়েছে ভারতীয় মহিলা দল। এদিকে, সাঁতারের বিভিন্ন ইভেন্টেও ফাইনালে উঠেছে ভারত। তবে দ্বিতীয় দিন ভারতের সবচেয়ে বেশি পদকের আশা রয়েছে ভারোত্তোলন থেকেই। ভারত্তোলেন সংকেত ইতিমধ্যেই দেশকে প্রথম পদক এনে দিয়েছেন। এছাড়াও মীরাবাঈ চানু (Mirabai Chanu), পি গুরুরাজ, এস বিন্দ্যারানি দেবীদের কাছ থেকেও পদকের আশায় রয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement