Advertisement
Advertisement

Breaking News

Commonwealth Games 2022

Commonwealth Games: কমনওয়েলথ গেমসের হাই জাম্পে ঐতিহাসিক রুপো ভারতের, বক্সিংয়ে নিশ্চিত চার পদক

হকিতে সেমিফাইনালে ভারতের ছেলেরা, ভাল ফল স্কোয়াশ, টেবিল টেনিসেও।

Commonwealth Games 2022: Murali Sreeshankar wins silver | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 5, 2022 9:25 am
  • Updated:August 5, 2022 9:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সপ্তম দিন পদকের নিরিখে তেমন ভাল গেল না ভারতের। এদিন মোটের উপর একটি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ইতিহাস গড়ে লং জাম্পে রুপো এনেছেন মুরলী শ্রীশংকর। তবে অন্যান্য ইভেন্টে পদক না জিতলেও বেশ কিছু আশাপ্রদ ফলাফল চোখে পড়েছে।

শ্রীশংকর (M. Sreeshankar) অবশ্য খানিক দুর্ভাগ্যের শিকার হয়েছেন। সোনাজয়ীর সমান লাফিয়েও সোনা পাননি ভারতের লংজাম্পার। বৃহস্পতিবার বাহামাসের ল্যাকুয়ান নাইরনের মতো তিনিও ৮.০৮ মিটার লাফিয়েছেন। কিন্তু দ্বিতীয় সেরা লাফের বিচারে পিছিয়ে থাকায় রুপো জিতেছেন তিনি। সুরেশ বাবু, অঞ্জু ববি জর্জ, এম এ প্রাজুসা এর আগে কমনওয়েলথ গেমসে পদক জিতেছেন। একমাত্র প্রাজুসা রুপো পেয়েছেন, বাকিরা ব্রোঞ্জ। এদিন ৭.৯৭ মিটার লাফিয়ে পঞ্চম হলেন মহম্মদ আনাস ইয়াহিয়া।

[আরও পড়ুন: বিজেপির হর্সট্রেডিং ধরেছে বাংলা, হুঁশ নেই কংগ্রেসের: মমতা]

এদিকে পুরুষদের হকিতে (Men’s Hockey) পুল ‘বি’-এর ম‌্যাচে ভারতীয় দল ৪-১ ব‌্যবধানে ওয়েলসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। হ‌্যাটট্রিক করেছেন ভারতের সহ-অধিনায়ক হরমনপ্রীত। মূলত তাঁর দুরন্ত পারফরম‌্যান্সের উপর ভর করেই গ্রুপ পর্যায়ের শেষ ম‌্যাচে জয় পেল ভারত। এদিকে শুক্রবার সেমিফাইনালে ভারতীয় মহিলা হকি দল খেলতে নামছে অস্ট্রলিয়ার বিরুদ্ধে। সবিতা পুনিয়ারা গতবছর টোকিও অলিম্পিকে (Olympic) অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। বার্মিংহ‌্যামেও তার পুনরাবৃত্তিতে চোখ ভারতের।

[আরও পড়ুন: মিটল ভিসা সমস্যা, নির্ধারিত দিনে আমেরিকাতেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০, খেলতে পারেন রোহিত]

অন্যদিকে, বক্সিংয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন ভারতের চার বক্সার। পুরুষদের ৫১ কেজি বিভাগে অমিত পাঙ্ঘাল, ৯২ কেজি বিভাগে সাগর অহলত, ৬৭ কেজি বিভাগে রোহিত টোকাস এবং মহিলাদের ৬০ কেজি বিভাগে জেসমিন ল‌্যাম্বোরিয়া শেষ চারে পৌঁছেছেন। এদিকে টেবল টেনিস, স্কোয়াশে ভারতের মহিলা ডাবলস এবং মিক্সড ডাবলস দল উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement