Advertisement
Advertisement

Breaking News

Chirag Shetty

বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন জুটিকে হারিয়ে কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন ভারতের সাত্বিক-চিরাগ

খেতাব জিতে কোর্টে অভিনব সেলিব্রেশন তারকা জুটির। দেখুন ভিডিও।

Chirag Shetty, Satwiksairaj Rankireddy Clinch Korea Open Title | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 23, 2023 2:16 pm
  • Updated:July 23, 2023 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি প্রতিযোগিতা। আর তাতে আরও একটি জয় ঝুলিতে ভরল ভারতীয় তারকা শাটলার জুটি চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি। বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন জুটিকে মাটি ধরিয়ে কোরিয়া ওপেন চ্য়াম্পিয়ন তাঁরা।

রবিবার পুরুষ ডাবলসের ফাইনালে ইন্দোনেশিয়ান জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে দেন চিরাগ ও সাত্বিক। প্রথম গেমে প্রতিপক্ষ দাপট দেখালেও পরের গেমেই ঘুরে দাঁড়ান ভারতীয় তারকাদ্বয়। ইন্দোনেশিয়ান জুটিকে আর এক ইঞ্চি জমিও এরপর ছাড়েননি তাঁরা। পরের দুটি গেম জিতে দেশকে এনে দিলেন সোনা। চলতি টুর্নামেন্টের সেমিফাইনালে বিশ্বের দু’নম্বর চিনা জুটি লিয়াং উই কেং ও ওয়াং ছাংকে হারিয়েছিলেন চিরাগরা। আর চূড়ান্ত লড়াইয়ে তাঁরা পরাস্ত করলেন ব়্যাঙ্কিংয়ে এক নম্বর তথা কোরিয়া ওপেনের শীর্ষ বাছাই জুটিকে। অর্থাৎ ধারে ও ভারে এগিয়ে থাকা জুটিদের হারিয়েই সোনার কাহিনি রচনা করলেন চিরাগ-সাত্বিক।

Advertisement

[আরও পড়ুন: ট্রায়ালে জিতেও মিলছে না এশিয়াডে খেলার সুযোগ, ভিনেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কুস্তিগির]

গত মাসেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন সাত্বিক এবং চিরাগ। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2023) খেতাব ঘরে তোলে ভারতীয় শাটলার জুটি। তার আগে গত এপ্রিলেই দীর্ঘ ৫৮ বছরের খরা কাটিয়ে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুলেছিলেন এই দুই তারকা। দুবাইয়ে তৈরি হয়েছিল নয়া ইতিহাস। আর এবার কোরিয়া ওপেনেও সাফল্যের শিখরে তাঁরা।

প্রথমে হোঁচট খেলেও এদিন নিজেদের পারফরম্যান্সে খুশি তাঁরা। খেতাব জিতে কোর্টে অভিনব সেলিব্রেশনও করলেন তারকা জুটি। সেই সঙ্গে জানালেন, পরের টুর্নামেন্টেও এভাবেই নিজেদের সেরাটা উজার করে দেবেন।

[আরও পড়ুন: হিমাচলে দুর্যোগের বলি আরও ৭, একটানা বৃষ্টিতে গুজরাটে ডুবে মৃত্যু অন্তত তিন জনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement