Advertisement
Advertisement
Siddharth

সাইনাকে অশালীন মন্তব্যের জের, এবার অভিনেতা সিদ্ধার্থকে তলব চেন্নাই পুলিশের

ক্ষমা চাওয়ার পরও কাটছে না জটিলতা।

Chennai police summons Siddharth for controversial tweet on Saina Nehwal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 21, 2022 6:31 pm
  • Updated:January 21, 2022 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইনা নেহওয়ালের উদ্দেশে অভব্য মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু তাতেও কাটল না জটিলতা। এবার অশালীন মন্তব্যের জেরে তাঁকে তলব করল চেন্নাই পুলিশ।

চেন্নাই পুলিশ কমিশনার শংকর জিওয়াল জানান, তাঁদের কাছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের (Siddharth) বিরুদ্ধে দুটি অভিযোগ এসে পৌঁছায়। অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনার উদ্দেশে করা টুইটের জেরেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে সিদ্ধার্থের বিরুদ্ধে। পুলিশ কমিশনার আরও জানান, প্রথম অভিযোগটি হয়েছিল হায়দরাবাদে। আর এবার মানহানির মামলা দায়ের হয়েছে অভিনেতার বিরুদ্ধে। তাঁকে ইতিমধ্যেই সমন পাঠানো হয়েছে। তবে অতিমারীর (Corona Pandemic) মধ্যে তিনি যদি সশরীরে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে কীভাবে তাঁর বয়ান নেওয়া যাবে, তার পরিকল্পনা চলছে।

Advertisement

[আরও পড়ুন: দূরত্ব বাড়ছে কোহলি-রাহুলের? দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই দ্বিধাবিভক্ত ভারতীয় ড্রেসিংরুম!]

সম্প্রতি ভারতীয় শাটলার সাইনা পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গাফিলতির তীব্র নিন্দা করেন টুইটারে। লেখেন, “যেখানে খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে দেশবাসী কীভাবে নিরাপদ? এমন কাপুরুষোচিত আচরণকে ধিক্কার জানাই।” সঙ্গে ভারত মোদির পাশে আছে (#BharatStandsWithModi) হ্যাশট্যাগও দিয়েছিলেন সাইনা। এই টুইটটিতেই কমেন্ট করেন ‘রং দে বসন্তি’ খ্যাত অভিনেতা। রীতিমতো অশালীন ভাষা প্রয়োগ করেই লেখেন, “বিশ্বের সাটল-কক (Subtle cock) চ্যাম্পিয়ন। ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতকে রক্ষা করার মানুষ রয়েছে।” ওই মন্তব্যের পরই দেশজুড়ে নিন্দার মুখে পড়তে হয়েছে সিদ্ধার্থকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাইনার কাছে শেষমেশ ক্ষমা চান তিনি।

টুইটারে লিখেছিলেন, ‘‘প্রিয় সাইনা (Saina Nehwal), কয়েকদিন আগে আপনার একটি টুইটের উত্তরে আমি যে বদ রসিকতা করেছিলাম সেজন্য ক্ষমা চাইছি। হয়তো আপনার বহু মতের সঙ্গেই আমি একমত নই। কিন্তু আপনার টুইট পড়ার পরে রাগে কিংবা অসন্তোষের কারণে ওই শব্দপ্রয়োগ ও আচরণ করেছি সেটা সাফাই হিসেবে দেওয়া চলে না।’’ কিন্তু সাইনার অনুরাগীরা বিষয়টি যে এত সহজে ভুলে যেতে নারাজ, নতুন করে সেই প্রমাণই মিলল।

[আরও পড়ুন: বিস্ফোরক সাংবাদিক বৈঠকের পর বিরাটকে শোকজ করতে চেয়েছিলেন সৌরভ! দাবি বোর্ড কর্তার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement