Advertisement
Advertisement
Carlos Alcaraz

যুক্তরাষ্ট্র ওপেনে অঘটন, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় আলকারাজের

অনামী প্রতিপক্ষের কাছে স্ট্রেট সেটে হেরে গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন স্প্যানিশ তারকা।

Carlos Alcaraz loses in second round, crashed out from US Open
Published by: Anwesha Adhikary
  • Posted:August 30, 2024 11:21 am
  • Updated:August 30, 2024 11:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে টেনিসের সবচেয়ে বড় তারকা হিসাবে তাঁকে মনে করেন অনেকে। একই মরশুমে ফরাসি ওপেন আর উইম্বলডন জিতেছেন। পেয়েছেন অলিম্পিকে রুপোর পদকও। কিন্তু যুক্তরাষ্ট্র ওপেনে হঠাৎ ছন্দপতন। দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অনামী প্রতিপক্ষের কাছে স্ট্রেট সেটে হেরে গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন তিনি।

টেনিসের ইতিহাসের তৃতীয় পুরুষ হিসাবে একই বছরে ফরাসি ওপেন, উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেন-তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে নেমেছিলেন আলকারাজ। তবে টুর্নামেন্ট শুরুর আগে হাঁটুতে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা। তার পরে প্রথম রাউন্ডে নেমেও তাঁকে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি। যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা প্রতিপক্ষের বিরুদ্ধে চার সেট লড়াই করে জেতেন আলকারাজ।

Advertisement

[আরও পড়ুন: ‘বিসিসিআইকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন…’, আইসিসি চেয়ারম্যান জয় শাহকে নিয়ে খুশি ক্রিকেটবিশ্ব

দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডি জ়্যান্ডসচাল্প। বিশ্ব ক্রমতালিকায় ৭৪ নম্বরে রয়েছেন। যুক্তরাষ্ট্র ওপেনে নেমেছেন অবাছাই খেলোয়াড় হিসাবে। তাঁর বিরুদ্ধে সহজেই জিতে যাবেন অলিম্পিকে রুপোজয়ী তারকা, এমনটাই ভেবেছিলেন সকলে। কিন্তু শুক্রবার সকালে বড়সড় অঘটনের সাক্ষী থাকল যুক্তরাষ্ট্র ওপেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই পরাভূত হলেন অবাছাই প্রতিপক্ষের কাছে, তাও স্ট্রেট সেটে। ম্যাচের ফল ৬-১, ৭-৫, ৬-৪।  

ম্যাচের প্রথম সেটেই দুবার সার্ভিস খোয়ান স্প্যানিশ তারকা। গোটা ম্যাচে একটাও উইনার মারতে পারেননি। নিজের ভুলের খেসারত দিয়েই ম্যাচ হাতছাড়া হয় তাঁর। অন্যদিকে, প্রথম রাউন্ডে ডেনিস শাপালোভের মতো হেভিওয়েটকে হারিয়েছিলেন বোটিক। দ্বিতীয় রাউন্ডে তাঁর কাছে ধরাশায়ী আলকারাজ। নিজের পারফরম্যান্সের বর্ণনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না ডাচ টেনিস তারকা। প্রথমবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে খেলতে নেমে এমন ম্যাচ, সব মিলিয়ে অভিভূত বোটিক। 

[আরও পড়ুন: এনসিএর দায়িত্ব ছেড়ে আইপিএলে লক্ষ্মণ! কী বলছে বিসিসিআই?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement