Advertisement
Advertisement

Breaking News

Shoaib Malik

‘ওকে ছাড়া বাঁচব না’, তৃতীয় বিয়ের অনেক আগেই ঈঙ্গিত দিয়েছিলেন শোয়েব

সানিয়ার নাম উচ্চারণ করেননি শোয়েব।

Candid revelation of Shoaib Malik caught the attention of many । Sangbad Pratidin

শোয়েব ও সানিয়া। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 8, 2024 5:21 pm
  • Updated:February 8, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানা জাভেদকে (Sana Javed) বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik), তাও কয়েকদিন হয়ে গেল। তবুও শোয়েব মালিককে নিয়ে জল্পনা কমছে না। পুরনো কয়েকটি সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়ায়। সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। সম্প্রতি শোয়েব মালিকের একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে সোশাল মিড়িয়ায়। সেখানেই শোয়েব মালিক ঈঙ্গিত দিয়েছিলেন, সানা জাভেদকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সানিয়া মির্জার নাম নেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

সেই সময়ে সানা জাভেদের সঙ্গে প্রেম চলছে শোয়েবের। সংবাদমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, শোয়েব মালিক কি বিয়ে করবেন সানা জাভেদকে। এরকমই এক পটভূমিতে পডকাস্টে ‘টকস দ্য ম্যাটার’ অনুষ্ঠানে সঞ্চালিকা শায়িস্তা লোধি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শোয়েবকে, ”এমন দুজনের নাম বলুন, যাঁদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না।” 

Advertisement

 

[আরও পড়ুন: ‘পেট ভর্তি হিংসা’, প্রাক্তন পাক তারকার অদ্ভুত অভিযোগের তীব্র সমালোচনায় শামি]

এরকম প্রশ্ন শুনে প্রথমটায় এড়িয়ে যেতে চেয়েছিলেন শোয়েব মালিক। রসিকতা করে উত্তর দেন, ”এক আমার ট্রেনিং আর…।” শোয়েবের খুব কাছের বন্ধু শায়িস্তা। তিনি নিজেই উত্তর দেন, ”এক ইজহান মির্জা মালিক আর দ্বিতীয় জন সুলতানা ফারুক (শোয়েবের মা)।”
সঞ্চালিকার এহেন উত্তর শোনার পরে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ”এই নাম আপনার বলার দরকার ছিল না। এটা সবারই জানা। মানুষকে সেই নামটা বলুন যা ওঁরা জানেন না।” শোয়েবের এই উত্তরে অনেকেই অবাক হয়ে যান। সানা জাভেদের নাম উচ্চারণ না করলেও প্রাক্তন পাক অধিনায়কের উত্তর শুনে অনেকেই অনুমান করেন, কার কথা বলতে চাইছেন শোয়েব মালিক।

[আরও পড়ুন: ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার কোহলির, ভুগছে ভারত, বিরাটের অনুপস্থিতি প্রসঙ্গে অকপট ইংল্যান্ডের প্রাক্তন তারকা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement