Advertisement
Advertisement
Commonwealth Games India

কমনওয়েলথে দু’টি পদক নিশ্চিত করল ভারতের বক্সাররা, এগোলেন হিমা, সিন্ধু

সেমিফাইনালে উঠেছেন টোকিও প্যারালিম্পিক্সে রুপোজয়ী ভাবিনা প্যাটেল।

Boxers ensured two medals for India in Commonwealth Games, Sindhu,Hima advances | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2022 7:54 pm
  • Updated:August 4, 2022 9:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) সপ্তম দিনে আরও দু’টি পদক নিশ্চিত করলেন ভারতীয় খেলোয়াড়রা। বক্সিংয়ের সেমিফাইনালে উঠলেন অমিত পাংঘাল এবং জাইসমিন লামবোরিয়া। ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে উঠেছেন হিমা দাস। ব্যাডমিন্টনে সিঙ্গলসে জয় পেয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং কিদাম্বি শ্রীকান্ত। স্কোয়াশের পুরুষদের ডাবলসে জয় পেয়েছে ভারতীয় জুটি। সাফল্য এসেছে প্যারা টেবিলটেনিসেও। সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন ভাবিনাবেন পটেল।

বৃহস্পতিবার সিঙ্গলসে অভিযান শুরু করেছেন ভারতীয় শাটলাররা। প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় অলিম্পিকে দু’টি পদকজয়ী পিভি সিন্ধু। মালদ্বীপের প্রতিপক্ষ ফাতিমা নাবাহাকে ম্যাচে দাঁড়াতেই দেননি তিনি। ২১-৪, ২১-১১ ফলে সহজ জয় পেয়েছেন সিন্ধু। উগান্ডার প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে কমনওয়েলথ অভিযান শুরু করলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikant)। ২১-৯,২১-৯ ফলে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি। প্রসঙ্গত, চলতি কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে রুপোজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন দুজনেই।

Advertisement

[আরও পড়ুন: ‘ইস্টবেঙ্গলকে ভয় পাবে প্রতিপক্ষ’, কলকাতায় পা রেখে হুঙ্কার কনস্ট্যানটাইনের]

অ্যাথলেটিক্সের ২০০ মিটার দৌড়ের সেমিফাইনালে উঠেছেন হিমা দাস। হিটের সময় দৌড় শেষ করতে ২৩.৪২ সেকেণ্ড সময় নিয়েছেন তিনি। প্রথম স্থান পেয়ে সেমিফাইনালে পৌঁছেছেন হিমা। প্রসঙ্গত, বুধবারই অ্যাথলেটিক্সে প্রথম পদক পেয়েছে ভারত। হাইজাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন তেজস্বিন শংকর। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত বারোটায় পদকের লক্ষে নামবেন মুরলী শ্রীশংকর এবং মহম্মদ আনিস। ভারতের ঝুলিতে আরও পদক আনবেন তাঁরা, এমনটাই আশা ভারতীয়দের। অভিযান শুরু করেছেন বাংলার স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল

বক্সিংয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন অমিত পাংঘাল এবং জাইসমিন লামবোরিয়া। নিউজিল্যান্ডের বক্সার ট্রয় গার্টনকে ৪-১ ফলে হারিয়েছেন জাইসমিন। অন্যদিকে অমিত পাংঘাল হারিয়েছেন স্কটল্যান্ডের বক্সার লেনন মুলিগানকে। টোকিও প্যারালিম্পিক্সে রুপোজয়ী ভাবিনাবেন প্যাটেলও কমনওয়েলথ গেমসের প্যারা টেবিলটেনিসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। আরেক টেবিল টেনিস খেলোয়াড় সোনালবেন প্যাটেলও সেমিফাইনালে উঠেছেন।

[আরও পড়ুন: মিটল ভিসা সমস্যা, নির্ধারিত দিনে আমেরিকাতেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০, খেলতে পারেন রোহিত]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement