Advertisement
Advertisement
নরেন্দ্র মোদি

‘মুখোশের আড়ালে কী ছিল বুঝিনি’, কংগ্রেসে যোগ দিয়েই মোদিকে তোপ বিজেন্দরের

প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার৷

Boxer Vijender Singh take Jabs at PM Narendra Modi
Published by: Tanujit Das
  • Posted:April 24, 2019 8:33 pm
  • Updated:April 24, 2019 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখ খুললেন একদা নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বক্সার বিজেন্দর সিং৷ প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগলেন তিনি৷ জানালেন, মুখোশের আড়ালে কী লুকিয়ে রয়েছে, তা আগে বোঝা যায়নি৷

[আরও পড়ুন: ১.৫ কোটির সাদা ঘোড়ায় চেপে প্রচার করছেন দিনমজুর প্রার্থী ]

Advertisement

একটি বেসরকারি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে খ্যাতনামা এই বক্সার জানান, ‘‘২০১৪ তে বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫-২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই ভিডিও এখনও ইউটিউবে রয়েছে৷ কিন্তু গরিবদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এমনকী ২০১৪-র প্রতিটি প্রচার সভায় কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু তাও পূরণ হয়নি৷’’

[আরও পড়ুন: ভোটের মধ্যেই দিল্লিতে শক্তিবৃদ্ধি কংগ্রেসের, যোগ দিলেন বিজেপি সাংসদ উদিত রাজ ]

অলিম্পিক পদক জয়ী বক্সার যে ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তাতে অবাক রাজনৈতিক মহলের একাংশ৷ কারণ, একটা সময় মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন বিজেন্দর সিং৷ ইন্টারনেটে এখনও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর করমর্দনের ছবি জ্বলজ্বল করছে৷ এমনকী, ২০১৬-তে তিনি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয় লাভ করলে, নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান৷ সেই বিজেন্দরের এই ভোলবদলকে চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

একই সঙ্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও বন্ধুত্ব রয়েছে বিজেন্দরের। তবুও তাঁর কংগ্রেসে যোগদান করাকে সারপ্রাইজ প্যাকেজ বলেই বর্ণনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিজেন্দর সিংকে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস৷ প্রসঙ্গত, দিল্লিতে গত লোকসভায় একটি আসনও পায়নি কংগ্রেস। সাতটি আসনই যায় বিজেপির দখলে৷ এই পরিস্থিতিতে কতটা চমক দিতে পারবেন বিজেন্দর সেটাই এখন দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement