সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এভাবেই খেলাটা এগিয়ে নিয়ে যাও। অনেক শ্রদ্ধা তোমায় ভাই।” মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই লিব্রন জেমসের উদ্দেশে টুইটটি করেছিলেন কোবে ব্রায়ান্ট। কে জানত, সেটাই তাঁর জীবনের শেষ টুইট! তারপরই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সব শেষ। স্ত্রী ভানেসাকে রেখে চিরতরে বিদায় নিলেন কিংবদন্তি তারকা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তাঁর ১৩ বছরের কন্যাও।
Continuing to move the game forward @KingJames. Much respect my brother 💪🏾 #33644
— Kobe Bryant (@kobebryant) January 26, 2020
বাস্কেটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোরার হন জেমস। টপকে যান ব্রায়ান্টকেও। আর সেই কারণেই বন্ধুস্থানীয় জেমসকে টুইটারে অভিনন্দন জানান তিনি। তারপর হঠাৎ ঘটে গেল দুর্ঘটনাটা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ প্রাক্তন এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ব্রায়ান্টের স্ত্রী ও পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ট্রাম্প লেখেন, “বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল তারকা ব্রায়ান্ট সবে নিজের জীবনটা শুরু করেছিল। ও ওর পরিবারকে ভীষণ ভালবাসত। ভবিষ্যৎ নিয়েও খুব প্যাশনেট ছিল। ওর মিষ্টি মেয়ের মৃত্যু এই মুহূর্তটাকে আরও কষ্টদায়ক করে তুলেছে।” ওবামা লেখেন, “কোর্টের কিংবদন্তি সবে মাত্র দ্বিতীয় ইনিংস শুধু করেছিল। মা-বাবা হিসেবে জিয়ানার মৃত্যুতে আমরা আরও বেশি ব্যথিত। মিশেল ও আমার তরফে ভানেসা আর গোটা পরিবারের জন্য ভালবাসা ও প্রার্থনা।”
Kobe Bryant, despite being one of the truly great basketball players of all time, was just getting started in life. He loved his family so much, and had such strong passion for the future. The loss of his beautiful daughter, Gianna, makes this moment even more devastating….
— Donald J. Trump (@realDonaldTrump) January 26, 2020
Kobe was a legend on the court and just getting started in what would have been just as meaningful a second act. To lose Gianna is even more heartbreaking to us as parents. Michelle and I send love and prayers to Vanessa and the entire Bryant family on an unthinkable day.
— Barack Obama (@BarackObama) January 26, 2020
প্রায় দু’দশক বাস্কেটবল হাতে কোর্ট কাঁপিয়েছেন ‘ব্ল্যাক মাম্বা‘। অলিম্পিকে জোড়া সোনা জিতেছেন। মাইকেল জর্ডনের মতোই বাস্কেটবলের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র ছিলেন পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন ব্রায়ান্ট। ২০১৬ সালে কোর্ট থেকে বিদায় নেওয়ার পরও চর্চায় ছিলেন ৬ ফুট ৬ ইঞ্চির তারকা। ২০১৮ সালে অ্যানিমেটেড শর্ট ফিল্ম ‘ডিয়ার বাস্কেটবল’-এর জন্য অস্কারও জিতেছিলেন। এই শর্ট ফ্লিমের জন্য ছবির দুনিয়াতেও বিখ্যাত হয়ে ওঠেন তিনি। আর তাই কিংবদন্তিকে স্মরণ করা হল গ্র্যামির মঞ্চেও।
ব্রায়ান্টের প্রয়াণে সুরেলা শ্রদ্ধাজ্ঞাপন করলেন মিউজিশিয়ানরা। গ্র্যামির মঞ্চে দাঁড়িয়ে শোকাহত পপতারকা লিজো বলেন, “আজকের রাতটা কোবের জন্য। কারণ আমি তোমায় ভালবাসি।” শোয়ের শুরুতে সঞ্চালক অ্যালিসিয়া বলেন, “অত্যন্ত দুঃখের অনুভূত হচ্ছে। কারণ সকালেই গোটা বিশ্ব একজন নায়ককে হারিয়েছে। এখন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি যা কোবে ব্রায়ান্টেরই তৈরি।” তাঁর অনুরাগীরা যেন বিশ্বাসই করতে পারছেন না ব্রায়ান্ট আর নেই। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত।
Fitting moment at the #Grammy awards for #KobeBryant and his daughter Gianna, along with all others lost today. pic.twitter.com/aIaelaiiLw
— Tedashii (@Tedashii) January 27, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.