সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রায়াল ছাড়া সরাসরি সুযোগ পেলেও ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার এশিয়ান গেমসে খেলা নিশ্চিত নয়। এমনটাই জানালেন ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য জ্ঞান সিং। তিনি জানিয়েছেন, সামনেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল। সেখানে জিততে না পারলে এশিয়ান গেমসে খেলতে নাও পাঠানো হতে পারে বজরংদের।
আসলে মহিলাদের ৫৩ কেজি বিভাগে ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও পুরুষদের ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া, দেশের অন্যতম সেরা দুই কুস্তিগিরকে বিনা ট্রায়ালে এশিয়ান গেমসে খেলার সুযোগ দিয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি। যা নিয়ে আবার প্রবল আপত্তিও উঠেছে। দুই উদীয়মান প্রতিভা অন্তিম পাঙ্ঘাল এবং সুজিৎ কালকাল বলছেন, এইভাবে কাউকে সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ দেওয়া ঠিক না। এটা আসলে দীর্ঘদিন ধরে অনুশীলন করা কুস্তিগিরদের সঙ্গে প্রতারণা।
এশিয়ান গেমস কুস্তির যে ট্রায়াল নেওয়া হয়েছিল তাতে ৬৫ কেজি বিভাগে বিশাল কালিরামান ও মহিলাদের ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্ঘাল স্ট্যান্ড বাই হিসাবে রয়েছেন। এদের দাবি ট্রায়াল না দিয়ে কাউকে এভাবে সুযোগ দেওয়ায় তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে অন্তিম পাঙ্ঘাল আবার দিল্লি হাই কোর্টে মামলাও করেছিলেন। সেখানে সুরাহা না মেলায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন।
এসবের মধ্যেই ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য জ্ঞান সিং বলে দিলেন, আমরা চাই বজরং ও বিনেশ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল দিয়ে জিতে আসুন। যদি ওরা জেতে তা হলেই ওরা এশিয়ান গেমসে (Asian Games) যাবে। নইলে ওদের বদলে বিশাল ও অন্তিম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করবে। তাঁর মতে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে ভিনেশদের ছাড় দেওয়া হয়েছিল, কারণ তাঁরা অনুশীলনের সময় পাননি। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের আগে তাঁরা যথেষ্ট সময় পাচ্ছেন। তাই এই ট্রায়ালে জিতলে তবেই তাঁদের এশিয়াডে সুযোগ দেওয়া হবে। যদিও জ্ঞান সিংয়ের এই প্রস্তাব এখনও সরকারিভাবে ঘোষণা করেনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে এটা নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত জানানো হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.