উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রানি পেল উইম্বলডন (Wimbledon)। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা (Barbora Krejčíková)। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সেন্টার কোর্টে দুরন্ত লড়াই লড়েও পরাজিত হলেন ইটালির জেসমিন পাওলিন (Jasmine Paolini)। ম্যাচের ফলাফল ক্রেচিকোভার পক্ষে ৬-২, ২-৬, ৬-৪। ২০২১-র ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।
উইম্বলডন যে এবার নতুন রানি পেতে চলেছে, তা আগেই ঠিক ছিল। তবে সবার নজর ছিল ইটালির পাওলিনির উপর। গোটা টুর্নামেন্ট ধরেই দারুণ খেলেছেন তিনি। কিন্তু প্রায়সমস্ক ক্রেচিকোভার কাছে শেষ হল তাঁর রূপকথার দৌড়। ঘাসের কোর্টে শুরু থেকেই পাওলিনিকে মাথা তুলতে দেননি চেক প্রজাতন্ত্রের তারকা।
প্রথম রাউন্ডে প্রায় একতরফা লড়াই হল। পাওলিনির দুটি সার্ভিস ভেঙে এগিয়ে যান ২৮ বছরের ক্রেচিকোভা। সহজেই প্রথম রাউন্ড জিতে নেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন পাওলিনি। সেন্টার কোর্টে যেন আগের সেটের ছায়া ফিরল। শুধু এবার দ্বিতীয় রাউন্ড পাওলিনি জিতে নিলেন ৬-২ ব্যবধানে।
Breathtaking. Brilliant. Barbora.
Barbora Krejcikova is the 2024 Ladies’ Singles Champion 🏆#Wimbledon pic.twitter.com/Xz0jjezO89
— Wimbledon (@Wimbledon) July 13, 2024
১-১ অবস্থায় তৃতীয় সেটে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান ক্রেচিকোভা। ইটালির তারকার সার্ভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান তিনি। আর সেটাই হয়ে ওঠে ম্যাচের নির্ণায়ক মুহূর্ত। শেষ গেমে সার্ভিস ধরে রেখে বাজিমাত করেন তিনি। পরপর দুটো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হল না পাওলিনির। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট জিতে উইম্বলডনের নতুন রানি হলেন ক্রেচিকোভা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.