Advertisement
Advertisement
Novak Djokovic

ফেডেরারের কোন রেকর্ডে ভাগ বসিয়ে চতুর্থ রাউন্ডে গেলেন জকোভিচ?

সর্বাধিক ১১বার অস্ট্রেলীয় ওপেন জিততে পারবেন নোভাক জকোভিচ?

Australian Open: Novak Djokovic emulates Roger Federer end enter fourth round in the Australian Open। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 19, 2024 6:20 pm
  • Updated:January 19, 2024 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অস্ট্রেলীয় ওপেনে (Australian Open) জোড়া নজির গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। প্রবাদপ্রতিম রজার ফেডেরারের (Roger Federer) বিশেষ রেকর্ডে ভাগ বসানোর পাশাপাশি কেরিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে ৯২টি জয় পেলেন সার্বিয়ার টেনিস কিংবদন্তি। শুক্রবার, ১৯ জানুয়ারি অজি ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জোকার স্ট্রেট সেটে বিপক্ষকে হারালেন।

চলতি অজি ওপেনের তিন নম্বর ম্যাচ এসে কোনও সেট না খুইয়ে জিতলেন জকোভিচ। যেখানে প্রথম দুটি ম্যাচেই একটা করে সেটে হারতে হয়েছিলে ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। কিন্তু এদিন মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভিরের বিরুদ্ধে জকোভিচ জিতলেন ৬-৩,৬-৩,৭-৬ (২)।

Advertisement

[আরও পড়ুন: অনুষ্টুপ-অভিষেকের ব্যাটে লড়াইয়ে ফিরল বাংলা, বড় রানের লিড পাবে?]

এদিকে গত ৪৫ বছরে টেনিস খেলার ইতিহাসে জোকার হলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি ৩৬ বছর পেরিয়েও কোনও বড় প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন। এর আগে ২০১৮ সালে নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ কাপ জিতে এই নজির গড়েছিলেন ফেডেরার। সেই সময় ফেডেরারের বয়স ছিল ৩৬।

এই জয়ের ফলে অজি ওপেনে টানা ৩১টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন তিনি। অজি ওপেনের ইতিহাসে শততম ম্যাচে জোকারের এটি তাঁর ৯২তম জয়। এবং হার্ড কোর্টে সার্বিয়ান কিংবদন্তির এটি ২০১তম জয়। এখন দেখার রাফায়েল নাদাল নাম তুলে নেওয়ার পর জোকার কেরিয়ারের ১১তম অস্ট্রেলীয় ওপেন জিততে পারেন কিনা।

[আরও পড়ুন: আইপিএলের আগে নাইট শিবিরে হইচই, শ্রীলঙ্কা জাতীয় দলে যোগ দিলেন বোলিং কোচ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement