Advertisement
Advertisement
Australian Open 2024

ব্যাট ছেড়ে হাতে র‍্যাকেট! জকোভিচের সঙ্গে টেনিস খেলায় মাতলেন স্টিভ স্মিথ, মুহূর্তে ভাইরাল ভিডিও

খোশমেজাজে জোকার ও স্টিভ স্মিথ।

Australian Open 2024: Australian Open champion Novak Djokovic in awe of Steve Smith's tennis skills। Sangbad Pratidin

জকোভিচের ও স্টিভ স্মিথের জন্য টেনিস-ক্রিকেট মিলেমিশে একাকার।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 11, 2024 5:58 pm
  • Updated:January 11, 2024 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) শুরু হওয়ার আগে বেশ চাপে ছিলেন। কোমরের চোটের জন্য অনেক আগেই আসন্ন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। এদিকে নোভাক জকোভিচ (Novak Djokovic) আবার ডান হাতের কব্জির চোটে আক্রান্ত। তবুও বৃহস্পতিবার, ১১ জানুয়ারি সর্বোচ্চ ১০বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সার্বিয়ার মহাতারকাকে একেবারে খলামেলা মেজাজে দেখা গেল। কারণ এদিন কোর্টে উপস্থিত ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। অস্ট্রেলিয়ার (Australia) তারকা ক্রিকেটারকে ব্যাট ছেড়ে র‍্যাকেট হাতে দেখা গিয়েছিল। অন্যদিকে প্রিয় র‍্যাকেটের বদলে ব্যাটিং করতে দেখা গেল, সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকারকে। অস্ট্রেলিয়ান ওপেনের X হ্যান্ডলে সেই ভিডিওগুলো পোস্ট করা হয়েছে।

সার্বিয়ার জোকার টেনিসের সুপারস্টার। তিনি যে দাপটের সঙ্গে টেনিস খেলবেন সেটাই স্বাভাবিক। তবে এদিন গ্যালারিতে থাকা দর্শকরা অজি ক্রিকেটার স্টিভ স্মিথকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। বাইশ গজে ব্যাটিং করার মতো, টেনিস র‌্যাকেট হাতেও একইরকম ফর্ম দেখালেন স্টিভ স্মিথ। দুই মহাতারকার সুন্দর সময় কাটানোর সেই মুহূর্ত ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: আলিবাগের রাজপ্রাসাদে সব থাকলেও, নেই টিভি! কিন্তু কেন? নিজেই জানালেন বিরাট]

 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, জকোভিচ একটি সপাটে সার্ভিস করেছিলেন। সেটি রিটার্ন করেন স্মিথ। অজি ক্রিকেটারের নিখুঁত রিটার্ন দেখে অবাক হয়ে যান জোকোভিচ। মাথা নীচু করে কুর্নিশ করেন স্মিথকে।

 

তবে শুধু র‍্যাকেট হাতে নিয়েই সন্তুষ্ট ছিলেন না জোকার। কব্জির চোট ভুলে একটা সময় তাঁকে ব্যাটিং করতেও দেখা গেল। কয়েকটি মিস করলেও একটি ভালো শট মারেন জকোভিচ। তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হচ্ছিল না, যে চোটের জন্য কয়েক দিন আগে পর্যন্ত তাঁর অস্ট্রেলিয়ান ওপেন খেলা অনিশ্চিত ছিল। তবে কেরিয়ারের সর্বাধিক ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত কোর্টে নামতে চলেছেন সার্বিয়ার মহাতারকা।

[আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতের টিম ইন্ডিয়ার চাপ বাড়ল! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement