Advertisement
Advertisement

Breaking News

Asian Games

শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, এশিয়াডে ষষ্ঠ সোনা ভারতের

উশুতে রুপোর পদক পেয়ে চমকে দিলেন ভারতের রোশিবিনা দেবী।

Asian Games: Shooters Win Sixth Gold; Roshibina Wins Wushu Silver | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2023 8:51 am
  • Updated:September 28, 2023 9:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games) ফের লক্ষ্যভেদ ভারতীয় শুটারদের। ১০ মিটার এয়ার রাইফেলসের পুরুষদের দলগত ইভেন্টে সোনা জিতল ভারতীয় দল। চলতি গেমসে এটি ভারতের ষষ্ঠ সোনা।

চলতি এশিয়াডে এখনও পর্যন্ত শুটিংয়েই সবচেয়ে বেশি সাফল্য এসেছে ভারতের। ইতিমধ্যেই মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সেরার শিরোপা পেয়েছেন ভারতের সিফ্ট কৌর সামরা। বুধবারই ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে রুপো জিতে নেন সিফ্ট কৌর সামরা এবং তাঁর সঙ্গী অশি চোকসি, মানিনি কৌশিক। তার খানিক পরে একই বিভাগের ব্যক্তিগত ইভেন্টে নেমে সিফ্ট সোনা জেতেন।

[আরও পড়ুন: পাঞ্জাবের পর বেঙ্গালুরু বধ, আইএসএলে মোহনবাগানের জয়ের ধারা অব্যাহত]

মহিলাদের পর পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলসের দলগত ইভেন্টেও এল সোনা। বৃহস্পতিবার সাতসকালে ভারতের শিব নারওয়াল, অর্জুন সিং চিমা এবং সরবজিৎ সিং ফাইনালে হারিয়ে দিলেন চিনের শুটিং টিমকে। টানটান ম্যাচে ভারতীয় শুটাররা (Shooting) ১৭৩৪ পয়েন্ট তোলেন। আর চিনা দল তোলে ১৭৩৩ পয়েন্ট। এটা চলতি ইভেন্টে শুটিংয়েই ভারতের তৃতীয় সোনা।

[আরও পড়ুন: ‘আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না’, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য কাকে দায়ী করলেন তামিম?]

পঞ্চম দিন আরও একটি পদক এসেছে উশু (Wushu) থেকে। উশুতে মহিলাদের ৫০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। জাকার্তা এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এর পাশাপাশি ব্যাডমিন্টন থেকেও সুখবর পেয়েছে ভারতীয় দল। ব্যাডমিন্টনে ভারতের মহিলা দল উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement