Advertisement
Advertisement

Breaking News

Asian Games 2023

Asian Games: উশুতে ব্রোঞ্জ নিশ্চিত করলেন রশিবীণা, এশিয়ান গেমসের দ্বিতীয় দিন কেমন গেল ভারতের?

কে এই রশিবীণা?

Asian Games: Roshibina Devi assures India of Wushu bronze । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 25, 2023 8:17 pm
  • Updated:September 25, 2023 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে আরও একটি পদক জয় নিশ্চিত করল ভারত। নাওরেম রশিবীণা দেবী মহিলাদের উশুর ৬০ কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। আর এর ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন তিনি। কোয়ার্টার ফাইনালে দুরন্ত পারফরম্যান্স তুলে ঘরেন রশিবীণা  দেবী। কাজাখস্তানের আইমান কারশিগাকে হারানোর ফলে সেমিফাইনালে পৌঁছে যান তিনি। জাকার্তায় অনুষ্ঠিত গতবারের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। ২০১৯ সালের সাফে সোনা জেতেন রশিবীণা ।

এদিকে, এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহে ১১টি পদক। তার মধ্যে ২টি সোনা, তিনটি রুপো এবং ৬টি ব্রোঞ্জ। সকালে শুটিংয়ে সোনা জয় দিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। পরে মহিলাদের ক্রিকেটে সোনা জেতেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা। বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক ভল্টের ফাইনালে পৌঁছেছেন। ১২.৭১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বাংলার মেয়েটি। 

Advertisement

চলতি এশিয়ান গেমসের (Asian Games 2023) দ্বিতীয় দিন সকালে বড় সাফল্য পেল ভারত (India)। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে (10m Air Rifle Team Event) সোনা জিতল দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Panwar), রুদ্রাংশ বালাসাহিব (Rudrankksh Patil) ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের (Aishwary Tomar) দল।পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। ১০ মিটার পুরুষদের রাইফেল (টিম) বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে ভারত। ভারতের পয়েন্ট ১৮৯৩.৭ পয়েন্ট। ভারতীয় জুটি যে শুধু সোনা জিতল তা নয়, জিতল বিশ্বরেকর্ড গড়ে। ভারতীয় ত্রয়ীর মোট স্কোর ১৮৯৩.৭। কোরিয়া প্রজাতন্ত্র ১৮৯০.১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় ও ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে তৃতীয় হল চিন।এশিয়া কাপ থেকে এশিয়ান গেমস-মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দাপট অব্যাহত। প্রথমবার এশিয়ান গেমস (Asian Games) খেলতে নেমেই বাজিমাত উইমেন ইন ব্লুর (India Women’s Cricket Team)। হাড্ডাহাড্ডি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতলেন হরমনপ্রীত কৌররা। জেমাইমা রডরিগেজ ও স্মৃতি মান্ধানার লড়াকু ব্যাটিংয়ের পর তিতাস সাধুর আগুনে বোলিং-দলগত পারফরম্যান্স করেই সোনালি পদক ছিনিয়ে নিল ভারত। ফাইনাল ম্যাচে বেশ কয়েকবার চাপে পড়লেও দারুণভাবে ফিরে এসে ম্যাচ পকেটে পুরেছেন সোনার মেয়েরা। কমনওয়েলথ গেমসে রুপোর পর ফের নতুন পালক ভারতের মহিলা ক্রিকেটের মুকুটে।

সোমবার রোয়িংয়ে একটি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement