সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games) সোনা ফলাচ্ছেন শুটাররা। এবার পুরুষদের ৫০ মিটার রাইফেল 3P বিভাগেও সোনা জিতলেন ভারতীয় শুটাররা। চলতি এশিয়াডে শুটিংয়েই এটা পঞ্চম স্বর্ণপদক ভারতের। সব মিলিয়ে গেমসে এটা ভারতের সপ্তম সোনা।
1️⃣
‘s M 50m Rifle 3Ps team, featuring the trio – Aishwary Pratap Singh Tomar, @KusaleSwapnil, and Akhil Sheoran, secured the today, beginning the day on a golden note!
Let’s shower our champions with applause and… pic.twitter.com/YxcsvLXuSG
— SAI Media (@Media_SAI) September 29, 2023
শুধু পদক জয় নয়। ৫০ মিটার রাইফেলস 3P বিভাগে ভারতীয় দল (Team India) বিশ্বরেকর্ডও গড়েছে। ভারতের তিন শুটার ঐশ্বরিপ্রতাপ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শেওরান ফাইনালে ১৭৬৯ পয়েন্ট তোলেন। সেখানে চিনা দল তোলে ১৭৬৩ পয়েন্ট। এই ইভেন্টে বিশ্বরেকর্ড এতদিন ছিল আমেরিকার দখলে। আমেরিকার স্কোর ছিল ১৭৬১। সেই রেকর্ড ভারত এবং চিন দুই দলই এদিন ভেঙে দিয়েছে। তবে সেরার শিরোপা পেল ভারতীয় দলই।
এদিন ভারতের প্রথম পদকটিও আসে শুটিং (Shooting) থেকেই। ১০ মিটার এয়ার পিস্তলে মেয়েদের দল জিতেছে রুপোর পদক। ভারতের ঈশা সিং, দিব্যা থাডিগল এবং পালক ফাইনালে চিনের কাছে মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে হেরেছেন। তবে সার্বিকভাবে গেমসে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের শুটিং টিম। এ পর্যন্ত শুটিংয়ে ৫টি সোনা-সহ মোট ১৫টি পদক এসেছে।
এই মুহূর্তে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। ভারতের মোট পদক সংখ্যা ২৭। এখনও পর্যন্ত ৭টি সোনা, ৯টি রূপো এবং ১১টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৮ এশিয়াডে ১৬টি সোনা-সহ মোট ৭০টি পদক নিয়ে অষ্টম স্থানে শেষ করেছিল ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.