Advertisement
Advertisement
Asian Games 2023

এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন

অন্তত রুপো পাচ্ছেনই লভলিনা।

Asian Games 2023: Lovlina Borgohain reaches final of women's 75kg category । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 3, 2023 12:27 pm
  • Updated:October 3, 2023 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন ভারতের লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। এশিয়ান গেমসে (Asian Games 2023) মঙ্গলবার মহিলাদের ৭৫ কেজি বিভাগে থাইল্যান্ডের মহিলা বক্সার বাইসন মানিকনকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করলেন অসমের মেয়েটি।

ফাইনালে পৌঁছনোয় অন্তত রুপো পাবেনই লভলিনা। এদিন একইসঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিট পেয়ে গেলেন লভলিনা। সোমবার ছিল তাঁর জন্মদিন। এদিন ফাইনালে পৌঁছনোয় জন্মদিনের উপহার পেলেন ভারতের মহিলা বক্সার। ২০২০ সালে টোকিও অলিম্পিক থেকে পদক জেতেন লভলিনা। এবার এশিয়ান গেমসে তাঁর দিকে তাকিয়ে দেশ। ভারতের প্রীতি পাওয়ার ৫৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন এদিন। লভলিনা (৭৫ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), প্রবীণ (৫৭ কেজি) অলিম্পিকে ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন।  

Advertisement

[আরও পড়ুন: Rohit Sharma: কোন ছকে বড় রান করতে পারেন রোহিত? পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ]

 

এদিকে ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু চাইনিজ তাইপের খেলোয়াড়কে ২১-১০,২১-১৫-এ হারান। খেলায় আগাগোড়া প্রাধান্য দেখান তিনি। ৪২ মিনিটে লড়াই জিতে সিন্ধু পৌঁছে গেলেন শেষ ষোলোয়। কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পরে চোটআঘাতের লাল চোখ দেখছিলেন তিনি। কিন্তু এশিয়ান গেমসে কোর্টে সিন্ধুকে সাবলীল ভাবে খেলতে দেখা গিয়েছে। তাঁর উচ্চতাকে কাজে লাগান। প্রথম গেম তিনি জিতে নেন ১৮ মিনিটেই। দ্বিতীয় সেটেও সিন্ধুর দৌরাত্ম্য চলে। 

[আরও পড়ুন: গায়ে প্রথমবার ভারতের জার্সি, জাতীয় সংগীত গাইতে গিয়ে কেঁদে ফেললেন সাই কিশোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement