সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে ভারতের সোনালি সফর অব্যহত। এবার অশ্বারোহণের দলগত ড্রেসেজ বিভাগে সোনা জিতল ভারত। এটা চলতি এশিয়াডে ভারতের তৃতীয় সোনা।
#EquestrianExcellence at the 🔝
After 41 long years, Team 🇮🇳 clinches🥇in Dressage Team Event at #AsianGames2022
Many congratulations to all the team members 🥳🥳#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 🇮🇳 pic.twitter.com/CpsuBkIEAw
— SAI Media (@Media_SAI) September 26, 2023
অশ্বারোহণে ৪১ বছর পর এশিয়া সেরার শিরোপা পেল টিম ইন্ডিয়া। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এদের মধ্যে অনুশ আবার বাংলারই ছেলে। চলতি এশিয়াডে ১০০ পদকের লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। পদক তালিকায় অন্তত প্রথম পাঁচে শেষ করা ভারতীয় দলের টার্গেট। অশ্বারোহণের মতো খেলা থেকে সোনা জয় সেই টার্গেট পূরণের দিকে এগিয়ে দেবে ভারতীয় দলকে।
চলতি এশিয়ান গেমসে প্রথম দুদিনে দুটি সোনা পেয়েছে ভারত। প্রথম সোনাটি এসেছিল ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে (10m Air Rifle Team Event)। ওই ইভেন্টে দেশকে সোনা এনে দেন দিব্যাংশ সিং পানওয়ার (Divyansh Panwar), রুদ্রাংশ বালাসাহিব (Rudrankksh Patil) ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমারের (Aishwary Tomar) দল। দ্বিতীয় সোনাটি আসে মহিলাদের ক্রিকেট থেকে। এবার তৃতীয় সোনা এল অশ্বারোহণ থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.